পঞ্চায়েত ভোট নিয়ে আবারও সুপ্রিম কোর্টে গেল বিজেপি। এবার রাজ্য নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল গেরুয়াবাহিনী। শুধু সুপ্রিম কোর্টই নয়, পঞ্চায়েত ভোট নিয়ে মঙ্গলবার বিজেপি নেতৃত্ব কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছে। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র দাখিলের বিজ্ঞপ্তি আচমকাই বাতিল করে দেয় রাজ্য নির্বাচন কমিশন। যার জেরেই আদালতের দ্বারস্থ হয়েছেন দিলীপ ঘোষরা। আগামিকালই পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপির নতুন মামলা শুনবে শীর্ষ আদালত।
রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। এদিকে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই মনোনয়নপত্র দাখিল ঘিরে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। তৃণমূলের বাধায় বিরোধীরা মনোনয়নপত্র দাখিল করতে পারেনি বলে বারবার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা একদিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের নয়া সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত মনোনয়নপত্র জমা করা যেত। কিন্তু মঙ্গলবার সকালে আচমকাই সোমবারের সেই বিজ্ঞপ্তি বাতিল করে দেয় রাজ্য নির্বাচন কমিশন। আইনি জটিলতাতেই কমিশনের এই সিদ্ধান্ত বলে জানা গেছে।
আরও পড়ুন,পঞ্চায়েত ভোট: মনোনয়নের সময়সীমা বাড়ানোর নির্দেশ বাতিল কমিশনের
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: ফের মনোনয়নে বাধা দেওয়ায় অভিযুক্ত তৃণমূল
আরও পড়ুন, পঞ্চায়েত নির্বাচনঃ ভোটের আগেই তৃণমূল জিতল দুই জেলা, বিরোধীরা ক্ষুদ্ধ
কমিশনের এই বিজ্ঞপ্তি বাতিলের জেরে ক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখান বামেরা। শাসকদলের চাপের কাছে মাথা নত করেই কমিশন মত বদল করেছে বলে অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলের নির্দেশেই কমিশন বিজ্ঞপ্তি বাতিল করেছে বলে সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন বিজেপি নেতা মুকুল রায়। রাজ্যের কয়েকজন মন্ত্রী গতরাতে রাজ্য নির্বাচন কমিশনারের বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেছেন বলে খবর রয়েছে, এমনই দাবি করেছেন মুকুল। সিপিএমের শেষ অবস্থাকেও তৃণমূল সরকার হার মানাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকে মনোনয়নপত্র দাখিল ঘিরে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। মনোনয়নপত্র দাখিল সুনিশ্চিত করার পাশাপাশি অবাধ ভোটের দাবি জানিয়ে গত সপ্তাহেই সুপ্রিম কোর্টে যায় বিজেপি নেতৃত্ব। সোমবার বিজেপির দায়ের করা মামলায় রায় দেয় দেশের শীর্ষ আদালত। রাজ্যে পঞ্চায়েত ভোটে কোনওরকম হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের এই রায়ে হতাশ হয়ে ফেরে বিজেপি নেতৃত্ব। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির করা মামলা সুপ্রিম কোর্টে আদৌ ধোপে টেকে কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন সবাই।