পঞ্চায়েত ভোট নিয়ে ফের আদালতে গেল বিরোধীরা। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্টকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে গেল সিপিএম ও পিডিএস। ভোটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করেই ভোটের দিন ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ। এমনকি, এ নিয়ে তাঁদের সঙ্গে কোনও আলোচনাও করা হয়নি বলে অভিযোগ সিপিএম ও পিডিএস নেতৃত্বের। একতরফা ভাবে কমিশন ভোটের দিন ঘোষণা করেছে বলে জানিয়েছেন তাঁরা। সিপিএম ও পিডিএসের এই আবেদন গ্রহণ করেছে আদালত। আগামী সোমবার এ নিয়ে হাইকোর্টে শুনানি হবে বলে আই ই বাংলাকে ফোনে জানিয়েছেন পিডিএস নেতা সমীর পুততুণ্ড।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: রাজ্যের প্রস্তাব মতোই ১৪ মে একদফায় ভোট, গণনা ১৭ মে
পঞ্চায়েত ভোট একদফাতে করা নিয়েও আপত্তি রয়েছে বিরোধীদের। সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আই ই বাংলাকে বলেন, ‘‘যেখানে পোলিং স্টেশনের সংখ্যা ৫৪ হাজারেরও বেশি, সেখানে রাজ্যে পুলিশের সংখ্যা ৪৮ হাজারের কাছাকাছি! এতে কী করে একদিনে ভোট সম্ভব!’’ তাঁর মতে, রাজ্যের পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্বেই যেভাবে অশান্তি ছড়িয়েছে, তাতে ভোটপ্রক্রিয়া কতটা যথাযথভাবে সম্পন্ন হবে, তা নিয়ে সংশয় রয়েছে। বিকাশবাবুর মতে, মনোনয়নপর্বের অশান্তিই রুখতে পারেনি পুলিশ, সামনে এসেছে অসহায় অবস্থা, সেখানে এই বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করা কার্যত অসম্ভব। তবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে, নাকি অন্য রাজ্যের পুলিশ এনে ভোট করানো হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই ভাবতে হবে বলে জানিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। ভোটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে দাবি করেছেন তিনি।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: শাসকদলের বিরুদ্ধে অভিযোগ জানাতে দিল্লিতে বিজেপি প্রতিনিধিরা
আদালতের নির্দেশ না মেনেই একতরফা ভাবে কমিশন ভোটের দিন ঘোষণা করেছে বলে অভিযোগ পিডিএস নেতা সমীর পুততুণ্ডর। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও আলোচনা ছাড়াই ভোটের দিন ঘোষণা করা হয়েছে বলে ক্ষোভপ্রকাশ করেন সমীর। আই ই বাংলাকে তিনি বলেন, ‘‘আমাদের সঙ্গে কোনও আলোচনাই করেনি।’’ মনোনয়নপর্বে যেভাবে হিংসা হয়েছে রাজ্যে, তাতে ভোটের সময়ে কী হবে, এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পিডিএস নেত্রী অনুরাধা দেব। ভোটের নিরাপত্তা নিয়ে সকলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। অথচ কোনও আলোচনা ছাড়াই একতরফা ভাবে ভোটের দিন ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একদফায় ভোট হলে এত নিরাপত্তাই তো দিতে পারবে না বলে মত অনুরাধা দেবীর।
আরও পড়ুন, সিপিএম পার্টি কংগ্রেসের সিদ্ধান্তঃ ইয়েচুরিই সম্পাদক
আগামী ১৪ মে রাজ্যে একদফাতেই পঞ্চায়েত ভোট হবে বলে খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। ভোটের ফল ঘোষণার দিন ঠিক হয়েছে ১৭ মে। অন্যদিকে গতকালই ফ্যাক্স করে কমিশনকে ১৪ মে ভোট করার প্রস্তাব দেয় রাজ্য সরকার। দিনের শেষে কার্যত রাজ্যের প্রস্তাবেই সিলমোহর দেয় কমিশন।