Advertisment

পঞ্চায়েত ভোট: দুপুর ২টোয় শুনানি, নজর সিঙ্গল বেঞ্চে

রাজ্যে পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ কী, তার অনন্ত অনেকটাই আভাস মিলতে পারে আজ। দুপুর ২টো নাগাদ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে পঞ্চায়েত মামলার শুনানি।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata highcourt

কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাজ্যে পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ কী, তার অনন্ত অনেকটাই আভাস মিলতে পারে আজ। দুপুর ২টো নাগাদ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে পঞ্চায়েত মামলার শুনানি। সোমবার পঞ্চায়েত মামলা সিঙ্গল বেঞ্চে ফেরায় ডিভিশন বেঞ্চ। রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনে রোজ শুনানিরও নির্দেশ দিয়েছে আদালত। পঞ্চায়েত ভোট কবে হবে, তা সিঙ্গল বেঞ্চই ঠিক করবে বলে গতকাল জানিয়েছে ডিভিশন বেঞ্চ। তবে ঘোষিত সূচি অনুযায়ীই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে কিনা সে ব্যাপারে ধোঁয়াশা থেকে গেল বলেই মনে করা হচ্ছে।

Advertisment

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের গতকালের এই রায়কে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি। তৃণমূলের আর্জি খারিজ হওয়ায় এই রায়কে নিজেদের নৈতিক জয় বলে দাবি করেছে বিজেপি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে ‘মানুষের জয়’ বলে আখ্যা দিয়ে বিজেপি নেতা মুকুল রায়ের মন্তব্য, পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যের শাসকদল গণতন্ত্রকে হত্যা করছে। ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে যেতে হবে বলে গতকাল ভবিষ্যদ্বাণী করেন মুকুল রায়।

আরও পড়ুন,২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বিজেপি: সুনীল দেওধর

ভোটপ্রক্রিয়ায় তাঁরা বিলম্ব করতে চান না বলে এদিন জানিয়েছেন সিপিএম নেতা রবীন দেব। নির্বাচন বন্ধ করার পক্ষে নয় বলে জানিয়েছে বিজেপি নেতৃত্বও।

আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: মনোনয়নপর্বে হিংসা নিয়ে আবারও সরব বিদ্বজ্জনরা

গত সপ্তাহেই রাজ্যের পঞ্চায়েত ভোটপ্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। ১৬ এপ্রিল পর্যন্ত ভোটপ্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। হাইকোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। ডিভিশন বেঞ্চে মামলা চলায় গতকাল সিঙ্গল বেঞ্চে শুনানি আজ দুপুর দুটো পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। সিঙ্গল বেঞ্চের রায়ের পরই বিকেলে পঞ্চায়েত মামলা নিয়ে রায় দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চেই মামলা ফেরাল ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন,সফল হল না বামেদের ডাকা ধর্মঘট, স্বাভাবিক জনজীবন

অন্যদিকে সোমবারও রাজ্যে পঞ্চায়েত ভোটে মনোনয়নপর্বে হিংসার প্রতিবাদ ও অবাধ ভোটের দাবিতে কলকাতায় মিছিল করে বামেরা। বামেদের মিছিল হাঁটেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা। একই ইস্যুতে রানি রাসমণি অ্যাভিনিউতে অনশনে বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

panchayat vote panchayat election
Advertisment