রাজ্যে পঞ্চায়েত ভোটে নয়া মোড়। ই-মেলে পাঠানো মনোনয়নপত্র গ্রহণ করতে হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ২৩ এপ্রিল দুপুর ৩টে পর্যন্ত ই-মেলে পেশ করা সিপিএমের মনোনয়নপত্র গ্রহণে কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে এই প্রথমবার নয়, চলতি বছরের পঞ্চায়েত ভোটের আরেকটি মামলায় ভাঙড়ের ৯ প্রার্থীর ই-মেলে পাঠানো মনোনয়নপত্র নিশ্চিত করতে কমিশনকে আগেই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। যা এ রাজ্যের পঞ্চায়েত ভোটের ইতিহাসে নজিরবিহীন সিদ্ধান্ত বলে মত ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন, বাম আমলে এখনকার চেয়ে বেশি স্বাধীনতা ছিল বিরোধীদের, বলছে কংগ্রেস
ই-মেলে পাঠানো ভাঙড়ের ৯ প্রার্থীর মনোনয়নপত্র নিয়ে নজিরবিহীন নির্দেশের পর ফের আদালতে ছুটেছিল সিপিএম। যদিও সে সময়ে হাইকোর্ট এ ব্যাপারে কোনও হস্তক্ষেপ করতে চায়নি। পরে ই-মেলে পাঠানো মনোনয়নপত্র নিশ্চিত করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়ে সিপিএম নেতৃত্ব।
সিপিএমের ই-মেলে পাঠানো মনোয়নপত্র সংক্রান্ত মামলায় বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ২৩ এপ্রিল দুপুর ৩টে পর্যন্ত সিপিএম প্রার্থীদের ই-মেলে পাঠানো মনোনয়নপত্র গ্রহণ করতে হবে কমিশনকে। শুধু তাই নয়, এদিনও ফের হাইকোর্টের তিরস্কারের মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশন। ই-মেলে পাঠানো সিপিএমের মনোনয়নপত্রগুলি দেখতে কমিশন অনীহা প্রকাশ করেছে বলে ক্ষোভপ্রকাশ করে ডিভিশন বেঞ্চ। মনোননপত্র জমা দেওয়ার বর্ধিত দিন ২৩ এপ্রিল দুপুর ৩টে পর্যন্ত সিপিএমের তরফে ই-মেলে পাঠানো মনোনয়নপত্রগুলি খতিয়ে দেখতে কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন, পঞ্চায়েতঃ ভোট দিলে স্মার্টফোনের প্রতিশ্রুতি দিচ্ছেন মুকুল রায়, অভিযোগ দায়ের করল তৃণমুল
আটশোরও বেশি মনোনয়নপত্র ই-মেলে পেশ করা হয়েছে বলে জানিয়েছেন সিপিএম নেতা রবীন দেব। এদিনের হাইকোর্টের রায়কে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন রবীন দেব। অন্যদিকে ২ হাজারেরও বেশি মনোনয়নপত্র ই-মেলে পাঠানো হয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। সিপিএমের দায়ের করা এই মামলায় হাইকোর্টের রায়ের পর, তাঁদের দলের প্রার্থীদেরও ই-মেলে পাঠানো মনোনয়নপত্র গ্রহণের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন প্রতাপ।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: হোয়াটস অ্যাপে পাঠানো মনোনয়নপত্র গৃহীত হবে, জানিয়ে দিল হাইকোর্ট
অন্যদিকে নতুন করে হাইকোর্টের ই-মেলে পাঠানো মনোনয়নপত্র নিয়ে নির্দেশিকার জেরে, আগামী ১৪ মে রাজ্যে পঞ্চায়েত ভোট হবে কিনা সে নিয়ে সংশয় থেকেই গেল। ১৪ মে ভোট হবে কিনা, তা এদিনই হয়তো জানা যাবে। আজ ভোটের নিরাপত্তা সংক্রান্ত মামলার রায় দেবে প্রধান বিচারপতির বেঞ্চ।