Advertisment

পঞ্চায়েত ভোট: বিজেপি প্রার্থীর আত্মীয়কে ধর্ষণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নদিয়ায় বিজেপি প্রার্থীর আত্মীয়কে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার জেলা তৃণমূল নেতৃত্বের।

author-image
IE Bangla Web Desk
New Update
haryana gangrape

হরিয়ানায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, আত্মঘাতী নাবালিকা। প্রতীকী ছবি

পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে অশান্তি অব্যাহত। ভোটের আগে আরও এক অশান্তির খবরে শোরগোল পড়ল রাজ্য রাজনীতিতে। নদিয়ায় বিজেপি প্রার্থীর আত্মীয়াকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, রবিবার রাত ২টো নাগাদ  ২৩ বছর বয়সী ৬ মাসের এক অন্তঃসত্ত্বাকে ধর্ষণ করে ৬ সশস্ত্র যুবক। অস্ত্রশস্ত্র নিয়ে ওই ৬ দুষ্কৃতী জোর করে তাঁদের ঘরে ঢুকে লুঠপাট চালায় বলে অভিযোগ। হামলাকারীদের থেকে শাশুড়িকে বাঁচাতে গিয়ে রোষের মুখে পড়েন ওই মহিলা। শুধু ধর্ষণই নয়, তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। ওই বাড়ি থেকে নগদ টাকা ও গয়না লুঠ করা হয়েছে বলেও জানা গেছে। আক্রান্ত মহিলার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে দলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছে  জেলা তৃণমূল নেতৃত্ব।

Advertisment

আক্রান্ত মহিলার এক আত্মীয় এবার পঞ্চায়েত ভোটে বিজেপি-র হয়ে লড়ছেন। পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র প্রত্যাহার করতে ওই প্রার্থীকে চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পর পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে ওই প্রার্থী লুকিয়ে রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: মনোনয়ন প্রত্যাহারে চাপ দিতে প্রার্থীর দুই ছেলেকে অপহরণ! অভিযুক্ত আরাবুল

এদিকে এ ঘটনায় পুলিশের বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ করেছে আক্রান্তের পরিবার। মহিলার পরিজনদের অভিযোগ, পুলিশ তাঁদের উপর বয়ান বদল করার জন্য চাপ দেয়। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পুলিশের পাল্টা দাবি, প্রথমে ওই মহিলার পরিবারের তরফ থেকে কেবল হেনস্থা ও লুঠপাটের অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় ধর্ষণের অভিযোগ পরে আনা হয়েছে। নদিয়ার পুলিশ সুপার সন্তোষ পাণ্ডে জানিয়েছেন, ‘‘এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।’’

babul supriyo সোমবার রাজভবনে বাবুল সুপ্রিয়। ছবি- পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা কীভাবে হামলা চালাচ্ছে, সে ব্যাপারে রাজ্যপালের সঙ্গে দেখা করে জানিয়েছেন তাঁরা। নদিয়ার এ ঘটনা সম্পর্কেও রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানিয়েছেন বাবুল।

আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: ফের আদালতে গেল সিপিএম ও পিডিএস

যদিও তাঁদের দলের বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন নদিয়া জেলা তৃণমূল সভাপতি গৌরী দত্ত। কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি বলেই দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এসব অভিযোগ আনা হচ্ছে। জেলা তৃণমূল সভাপতি জানিয়েছেন নদিয়ায় কোনও হিংসার ঘটনা ঘটেনি, বিজেপি প্রার্থীরা যথাযথভাবেই মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন।

panchayat vote bjp tmc
Advertisment