পুনর্নির্বাচনের হাত ধরে আবারও ভোটের মেজাজে রাজ্যবাসী। আজ ১৯টি জেলায় পঞ্চায়েতের পুনর্নির্বাচন। ১৯টি জেলার ৬০০-র কাছাকাছি বুথে আরও একবার ভোটাধিকার প্রয়োগ করে রায় দিতে পারবেন গ্রাম বাংলার মানুষ। মঙ্গলবারই রাজ্যে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সোমবার রাজ্যে একদফায় পঞ্চায়েত ভোটে বিভিন্ন এলাকায় অশান্তি হয়। ভোটে হিংসার জেরে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। ভোটে অশান্তির অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। কমিশনের কাছে পুনর্নির্বাচনের দাবি জানায় বিরোধী শিবির। সব দিক খতিয়ে দেখেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: ভোটে হিংসায় নিহত ১২, বিভিন্ন এলাকায় অশান্তি, বুথ দখল!
যেসব এলাকায় বুথ দখল, ব্যালট বাক্স লুঠের মতো অভিযোগ এসেছে, সেই অভিযোগগুলি কমিশন খতিয়ে দেখেছে বলে জানা গেছে। ওই সব বুথেই ফের ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উত্তর দিনাজপুরের ৭৩টি বুথ, মুর্শিদাবাদের ৬৩টি বুথ, নদিয়ার ৬০টি বুথ, উত্তর ২৪ পরগনার ৫৯টি বুথে পুনর্নির্বাচন হবে। একইসঙ্গে মালদহের ৫৫টি বুথ, কোচবিহারের ৫২টি বুথে ফের ভোটগ্রহণ করা হবে। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনার ২৬টি বুথ, পূর্ব মেদিনীপুরের ২৩টি বুথ ও দক্ষিণ দিনাজপুরের ৩৫টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে ঝাড়গ্রাম জেলায় কোনও পুনর্নির্বাচন হচ্ছে না বলে জানিয়েছে কমিশন।
#WestBengal: Voters queue up outside booth no. 28 in Cooch Behar to cast their vote. 568 booths across 19 districts of the state are undergoing re-polling for #PanchayatElections today. pic.twitter.com/sJ7zhP2eHK
— ANI (@ANI) May 16, 2018
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: বিজেপি ও টিএমসি’র বিরুদ্ধে শিশুদের ভোটে কাজে লাগানোর অভিযোগ
West Bengal: Paramilitary forces and police baton charged on people in Uttar Dinajpur district's Goalpokhar as a crowd-control measure after the people agitated when the voting process for #PanchayatElection re-polling started late in booth no. 36/37 pic.twitter.com/R8ifwyC8kK
— ANI (@ANI) May 16, 2018
ইতিমধ্যেই পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। ইটাজুল নামের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এক নির্দল প্রার্থী কমিশনের দফতরে আসেন। তিনি বলেন ‘‘ভোটে আমার এলাকায় যেভাবে হিংসা হয়েছে, তা কমিশনকে জানাতে এসেছি।’’
#WATCH: Rapid Action Force (RAF) & police baton charged on people in Uttar Dinajpur district's Goalpokhar as a crowd-control measure after the people agitated when the voting process for #PanchayatElection re-polling started late in booth no. 36/37 pic.twitter.com/tIWsSHdGBa
— ANI (@ANI) May 16, 2018
আরও পড়ুন, সিঙ্গুরে খুনির আত্মীয়কে টিকিট, ক্ষুব্ধ তাপসী মালিকের বাবা
এদিকে গ্রাম বাংলার দখল কার হাতে থাকবে, তা জানা যাবে বৃহস্পতিবার। আগামিকাল রাজ্যে পঞ্চায়েত ভোটের গণনা।