Naib Singh Saini Swearing :দ্বিতীয়বারের মতো হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নায়েব সিং সাইনি। আজ পঞ্চকুলাতে হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জয়ের পর তৃতীয় মেয়াদে রাজ্যে আবারও ক্ষমতা পদ্মশিবিরের হাতে। বুধবার রাজ্য আইনসভার হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টা পরে সাইনি দ্বিতীয়বারের মতো সরকার গঠনের দাবি জানান। এদিন সাইনির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি প্রধান জে পি নাড্ডা ছাড়াও এনডিএ জোটের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
কে হবেন দেশের নতুন প্রধান বিচারপতি? মোদী সরকারের কাছে চিঠি লিখে নাম পাঠালেন সিজেআই চন্দ্রচূড়
এদিন নায়েব সিং সাইনির সঙ্গে শপথ নেন আরও ১৪ জন মন্ত্রী পরিষদ সদস্য। তাঁদের মধ্যে রয়েছে
অনিল ভিজ, কৃষ্ণ লাল পানওয়ার, রাও নরবীর, মহিপাল ধান্ডা , বিপুল গয়াল, অরবিন্দ শর্মা, শ্যাম সিং রানা, রণবীর গাংওয়া, কৃষ্ণা বেদী, শ্রুতি চৌধুরী, আরতি সিং রাও, রাজেশ নগর, গৌরব গৌতম। এদিন পঞ্চকুলার শালিমার গ্রাউন্ডে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয় সাইনিকে শপথ বাক্য পাঠ করান। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির সিনিয়র নেতারা এবং মুখ্যমন্ত্রীরা আজকের এই অনুষ্ঠানে অংশ নেন। সাইনির পাশাপাশি এদিন অনিল ভিজ সহ ১৩ বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ এবং বিজেপি ও এনডিএ জোট শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও আজকের এই অনুষ্ঠান হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। পঞ্চকুলায় অনুষ্ঠিত আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, হরিয়ানায় ৫ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে, বিজেপি ৯০-টি আসনের মধ্যে ৪৮টি আসন জিতে তৃতীয় মেয়াদে রাজ্যে ক্ষমতায় আসে। যেখানে কংগ্রেস জিতেছে ৩৭টি আসন।
স্বাস্থ্যে আগুনে বিদ্রোহের আবহেই শিক্ষায় বিরাট পদক্ষেপ রাজ্যের! কাল থেকেই শুরু প্রক্রিয়া
সাইনিকে ২০২৩ সালে হরিয়ানা বিজেপির সভাপতি করা হয়েছিল। তারপরে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে, সাইনিকে হরিয়ানার মুখ্যমন্ত্রী করা হয়। মুখ্যমন্ত্রী হওয়ার পর লোকসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি। তিনি করনাল আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক নির্বাচিত হন। এবারের বিধানসভা নির্বাচনে লাডওয়া আসন থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। সাইনি বিধানসভা নির্বাচনে ১৬হাজার ৫৪ ভোটে জয়ী হয়েছেন।