Russia cancer Vaccine:ক্যান্সারের মতো মারণ ব্যাধি নিয়ে বিরাট দাবি রাশিয়ার। পুতিনের দেশের দাবি তারা ক্যান্সারের ভ্যাকসিন তৈরিতে সফল। সকলেই বিনামূল্যে ক্যানসারের এই ভ্যাকসিন পাবেন। রাশিয়ার দাবি, এই ভ্যাকসিন টিউমারের বৃদ্ধি রোধ করতে বিশেষ কার্যকর।
বিশ্বজুড়ে দাপিয়ে বাড়ছে ক্যানসারের মত মারাত্মক ব্যাধির দাপট। এমন পরিস্থিতিতে রাশিয়ার বড় দাবি গোটা বিশ্বের জন্য বিরাট স্বস্তি নিয়ে এসেছে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে রাশিয়া ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করেছে। ২০২৫ সালেই বাজারে আসতে চলছে এই ভ্যাকসিন। রাশিয়ায় ক্যান্সার রোগীদের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর অ্যান্ড্রে ক্যাপ্রিন এই ভ্যাকসিন সম্পর্কে তথ্য দিয়েছেন। তবে কোন ক্যান্সারের চিকিৎসায় এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে এবং এটি কতটা কার্যকর তা এখনও পরিষ্কার নয়।
তবে ভ্যাকসিনের নাম এখনো প্রকাশ করা হয়নি। বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়াতেও ক্যান্সারের প্রকোপ ক্রমাগত বাড়ছে। ২০২২ সালে ৬৩৫,০০০ এরও বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হয়েছেন। কোলন, স্তন এবং ফুসফুসের ক্যান্সারের প্রকোপ রাশিয়ায় দিনে দিনে বাড়ছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা TASS এর মতে, রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিন একটি রাশিয়ান রেডিও চ্যানেলে এই ভ্যাকসিন সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন।