Advertisment

মধ্যপ্রদেশে ভোটযুদ্ধে এবার কংগ্রেসকে বিধঁলেন মোদি

বুধবার দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে মোদি বললেন যে, কংগ্রেস মিথ্যাচার করছে। মিথ্যা কথা প্রচার করেই কংগ্রেস ভোটে জেতার কৌশল নিয়েছে বলে আওয়াজ তোলেন মোদি।

author-image
IE Bangla Web Desk
New Update
pm narendra modi, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ক'দিন আগেই মধ্যপ্রদেশে ভোটপ্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দলিত ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তীব্র আক্রমণ শানিয়েছিলেন রাহুল। এবার কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন মোদি। বুধবার দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে মোদি বললেন যে, কংগ্রেস মিথ্যাচার করছে। মিথ্যা কথা প্রচার করেই কংগ্রেস ভোটে জেতার কৌশল নিয়েছে বলে আওয়াজ তোলেন মোদি। নমো অ্যাপের মাধ্যমে ৫টি লোকসভা কেন্দ্রের( মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদ, ঝাড়খণ্ডের ছাতরা, রাজস্থানের পালি, উত্তরপ্রদেশের গাজিপুর ও উত্তর মুম্বই) দলের বুথ স্তরের কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Advertisment

মধ্যপ্রদেশে নির্বাচনে কংগ্রেস মিথ্যার আশ্রয় নিয়ে প্রচার চালাচ্ছে বলে মোদির সামনে অভিযোগ তোলেন হোসঙ্গাবাদের এক বিজেপি কর্মী। এরপরই মোদি বলেন,কংগ্রেসের এমন অবস্থা যে, রাজ্যের তিন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী একে অপরের সঙ্গে লড়ে চলেছেন। আর বাকিরা যাঁরা দ্বিতীয় ধাপে রয়েছেন, তাঁরা এমন খেলা খেলছেন যে, দৌড় থেকে যাতে ওই তিনজন ছিটকে যেতে পারেন। মুখ্যমন্ত্রীর গদির জন্য যে সে দলে ডজনখানেক লোকের মনোবাসনা রয়েছে, সেকথাও বলেছেন মোদি। এতেই শেষ নয়, কংগ্রেসের ঘরের দ্বন্দ্ব সামনে এনে মোদি এও বোঝাতে চান যে, এসব নিয়ে ব্যতিব্যস্ত কংগ্রেস উন্নয়ন নিয়ে কিছুই করবে না। সেকারণেই এই পরিস্থিতিতে কংগ্রেস মিথ্যার আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করবছেন তিনি। মোদি আরও বলেছেন যে, কংগ্রেসের এমন কৌশল ফাঁস করা বিজেপি কর্মীদের দায়িত্ব।

আরও পড়ুন, আবারও মোদীকে আক্রমণ রাহুলের

এদিন মধ্যপ্রদেশের উন্নয়ন নিয়েও কংগ্রেসকে টেক্কা দিতে সুর চড়ান মোদি। তিনি বলেন, ''আমাদের উন্নয়নমূলক কাজ ওদের অত্যন্ত হতাশ করেছে।'' তিনি আরও বলেন যে, বিরোধিতা করার জন্য তারা কখনও বাংলাদেশের ছবি দেখাচ্ছে, তো কখনও ভুয়ো খবর ছড়াচ্ছে, কখনও বা ভুল ছবি দেখিয়ে মিথ্যাচার করছে। একইসঙ্গে শিবরাজ সিং চৌহানের সরকারের প্রশংসা করে মোদি বলেন যে, শিবরাজ সিং চৌহান সরকার যেভাবে সে রাজ্যে উন্নয়নমূলক কাজ করেছে, তাতে কংগ্রেসের খুঁত ধরা কার্যত অসম্ভব। মোদি বলেন,''মধ্যপ্রদেশে উন্নয়নের জন্য কংগ্রেসের কোনও অ্যাজেন্ডা নেই। ওদের বিরোধিতা করারও যেন কিছু নেই।''

অন্যদিকে, সর্দার বল্লভভাই প্যাটেলে বিজেপি অপমান করছে বলে কংগ্রেস যে অভিযোগ করেছে, সে প্রসঙ্গে মোদি বলেন যে, ইতিহাস সাক্ষী রয়েছে যে, প্যাটেলকে কংগ্রেস কতটা অশ্রদ্ধা করেছে। একটা গরিব বাড়ির ছেলে কষ্ট করে উন্নতি করলে, ইতিহাসে নাম তুললে, কংগ্রেস যে তা মেনে নিতে পারে না, সেকথাও বলেছেন মোদি। কংগ্রেসই যে প্যাটেলকে অপমান করছে, সে ব্যাপারেও সরব হন মোদি। নেতাজি সুভাষচন্দ্র বসু, আচার্য কৃপালিনি ও ভীমরাও আম্বেদকরের মতো গুণী মানুষদের সঙ্গেও কংগ্রেস এমন আচরণ করেছিল বলেও তোপ দাগেন প্রধানমন্ত্রী।

Read the full story here in English

bjp CONGRESS PM Narendra Modi
Advertisment