Advertisment

'কট্টর দুর্নীতির সম্মেলন', বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠককে চাঁচাছোলা তোপ মোদীর

আসরে খোদ প্রধানমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi takes a jibe at Opposition meet in Bengaluru , 'কট্টর দুর্নীতির সম্মেলন', ব্যাঙ্গালুরুতে বিরোধীদের বৈঠককে চাঁচাছোলা তোপ মোদীর

চরম কটাক্ষ প্রধানমন্ত্রীর।

কেন্দ্র থেকে মোদী সরকারকে উৎখাতের রোড ম্যাপ তৈরিতে বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী দলগুলোর বৈঠক চলছে। এর মাঝেই মঙ্গলবার আসরে নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের বিরুদ্ধে পরিবারতন্ত্র ও দুর্নীতির অভিযোগ তুলে গোটা বৈঠকের গুরুত্ব লঘু করার চেষ্টা করলেন মোদী। বেঙ্গালুরুর বৈঠককে আদতে 'কট্টর দুর্নীতির সম্মেলন' বলে তোপ দাগলেন প্রধানমন্ত্রী।

Advertisment

পোর্ট ব্লেয়ারে নতুন বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরের ভার্চুয়াল উদ্বোধনের সময় বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদী বলেন,'এই দলগুলি (২৬ বিরোধী রাজনৈতিক দল) দেশের বদলে পরিবারতন্ত্রকে অগ্রাধিকার দেয়, ওদের অনুপ্রেরণা দুর্নীতি। যে যত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন, বৈঠকে তাঁর আসন হবে তত বেশি গুরুত্বপূর্ণ। যদি কেউ কোটি টাকার কেলেঙ্কারির মামলায় জামিনে থাকে, তাকে অনেক সম্মানের সঙ্গে দেখা হয়। যদি পুরো পরিবার জামিনে থাকে, তবে তারা আরও বেশি সম্মানিত হয়। দেশের মানুষ ইতিমধ্যেই ২০২৪ সালে আমাদের সরকারকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তারপরও, ভারতের দরিদ্র দুর্দশার জন্য দায়ী লোকেরা বৈঠক করে নিজেদের দোকান খুলেছে।'

আরও পড়ুন- ‘বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি!’, বাম-কংগ্রেসকে তুলোধনা শুভেন্দুর

উর্দু কবিতার পংক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'তারা (বিরোধীরা) অন্য গান গাইছে, কিন্তু বাস্তবতা অন্য কিছু। অন্য কিছুর একটি লেবেল লাগানো হয়েছে কিন্তু পণ্যটি অন্য কিছু। এটাই তাদের দোকানের সত্যতা। তাদের দোকানে দু'টি পণ্যের গ্যারান্টি রয়েছে। এক, তারা জাতপাতের বিষ বিক্রি করে। দুই, তারা সীমাহীন দুর্নীতি করে। তাদের পণ্য হল- ২০ লক্ষ কোটি টাকার গ্যারান্টিযুক্ত কেলেঙ্কারি।'

মোদীর কথায়, 'আজ, যেসব পার্টি বেঙ্গালুরুতে যারা জড়ো হয়েছেন তারা যখন ক্যামেরার সামনে একই ফ্রেমে আসে তখন দেশবাসীর একটাই কথা মনে আসবে, এটা লাখো-কোটি টাকার দুর্নীতি। দেশের জনতা বলছে, এটা কট্টর দুর্নীতির সম্মেলন হচ্ছে।'

PM Narendra Modi CONGRESS Opposition Meeting CPIM modi bjp tmc
Advertisment