Advertisment

'বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি!', বাম-কংগ্রেসকে তুলোধনা শুভেন্দুর

'২৪-এর লোকসভা ভোটে 'মোদী-রথ' থামাতে বেঙ্গালুরুতে বৈঠকে বিজেপি বিরোধীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu attacks left congress for attending same meeting with tmc in bengaluru

শুভেন্দুর নিশানায় বাম-কংগ্রেস।

আগামী বছরে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বেঙ্গালুরুতে বৈঠকে বিজেপি বিরোধী ২৬টি দল। আপ, ডিএমকে, এনসিপি-সহ বাকিরা তো আছেই বেঙ্গালুরুর মহাবৈঠকে রয়েছেন বাম-কংগ্রেস ও তৃণমূলের শীর্ষ নেতারাও। সদ্য সমাপ্ত বাংলার পঞ্চায়েত নির্বাচনে দিকে-দিকে তৃণমূলের হাতেই আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছিল বাম-কংগ্রেস। এরপরেও বেঙ্গালুরুতে দু'পক্ষের নেতাদের মঞ্চ ভাগাভাগি করে এই বৈঠককে তুমুল কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এপ্রসঙ্গে বাংলার বাম ও কংগ্রেস কর্মীদের 'অভিমান-তত্ত্ব' উসকে দিয়েছেন বিজেপি নেতা।

Advertisment

টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, 'বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি !!! কর্মীরা খাবে পেটো, গুলি, রড-লাঠি, আর নেতাদের বরাদ্দ মুচমুচে ফিশ ফ্রাই? কি রাজনীতি রে ভাই ! পঞ্চায়েত নির্বাচনের সময় বাংলার শাসক দলের অত্যাচারের প্রতিরোধ করতে গিয়ে জীবন উৎসর্গকারী শ্রমিকদের মৃতদেহ উপেক্ষা করে এই সুবিধাবাদী জোট। আহত অনেক কর্মী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। কংগ্রেস ও সিপিএম কর্মীদের জন্য করুণা হচ্ছে। তাঁদের নেতারা তাঁদের পিঠে ছুরি মারলেন।'

উল্লেখ্য, আগামী বছরে লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোদী-রথ থামাতে বদ্ধ পরিকর বিরোধীরা। গত মাসে পাটনায় বসেছিল বিরোধীদের বৈঠক। সেই বৈঠকে বিজেপি বিরোধী ১৬টি দল হাজির ছিল। তবে জুলাইয়ের এই বৈঠক ধারে-ভারে আগের চেয়েও বেশ এগিয়ে। এবারের বৈঠকে রয়েছে বিজেপি বিরোধী মোট ২৬টি দল। যাঁদের মধ্যে বেশ কয়েকটি দল সদ্য এনডিএ ছেড়ে এসেছে।

আরও পড়ুন- মারাত্মক অভিযোগ! এবার ইডির জালে বাংলা নিউজ চ্যানেলের মালিক

সুতরাং, '২৪-এর লোকসভা ভোটে দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ক্রমেই সঙ্ঘবদ্ধ রূপ তুলে ধরছে বিরোধীরা। জানা গিয়েছে, গতকাল রাতে বেঙ্গালুরুতে সোনিয়া গান্ধীর দেওয়া নৈশভোজে হাজির ছিলেন অ-বিজেপি দলের শীর্ষ নেতারা। গতকাল রাতের সেই নৈশভোজে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও।

আরও পড়ুন- ভরা বর্ষায় আজ থেকেই আবহাওয়ায় বিরাট ওলোটপালট! জানুন লেটেস্ট আপডেট

সূত্রের খবর, আজ বিরোধী মহাজোটের বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজই বিজেপি বিরোধী মহাজোটের নাম ঘোষণা হতে পারে। এছাড়াও রাজ্যে রাজ্যে আসন সমঝোতা নিয়েও বিরোধীদের মধ্যে আলোচনা হবে।

panchayat election 2023 CONGRESS Suvendu Adhikari CPIM bjp tmc left front
Advertisment