Advertisment

‘দুর্নীতিগ্রস্তদের সঠিক জায়গায় রাখা হয়েছে’, চিদাম্বরমকে খোঁচা মোদীর

রাঁচিতে একটি সভায় চিদাম্বরমের উদ্দেশে মোদী বলেন, ‘‘কয়েকজন দুর্নীতিগ্রস্ত লোকেদের ইতিমধ্যেই তাঁদের জায়গায় (জেল) রাখা হয়েছে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi , মোদী, নরেন্দ্র মোদী, Chidambaram, চিদাম্বরম, modi slams Chidambaram, চিদাম্বরমকে খোঁচা মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্কাইভ

নাম না করে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাঁচিতে একটি সভায় চিদাম্বরমের উদ্দেশে মোদী বলেন, ‘‘কয়েকজন দুর্নীতিগ্রস্ত লোকেদের ইতিমধ্যেই তাঁদের জায়গায় (জেল) রাখা হয়েছে’’। এই ‘কয়েকজন দুর্নীতিগ্রস্ত লোক’ বলতে চিদাম্বরমকেই মোদী ইঙ্গিত করেছেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের। উল্লেখ্য, গত মাসেই আইএনএক্স দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে। এই মুহূর্তে তিহার জেলে বন্দি এই বর্ষীয়ান কংগ্রেস নেতা।

Advertisment

আরও পড়ুন: জনাদেশকে বিপজ্জনকভাবে অপব্যবহার করছে বিজেপি: সোনিয়া

ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী?

নরেন্দ্র মোদী বলেছেন, ‘‘দুর্নীতি দমন, মুসলিম বোনেদের অধিকারের জন্য লড়াই ও সন্ত্রাস নির্মূল করতে আমরা অঙ্গীকারবদ্ধ। কয়েকজন দুর্নীতিগ্রস্ত লোককে ইতিমধ্যেই তাঁদের জায়গায় রাখা হয়েছে। তাঁরা ভেবেছিলেন, তাঁরা আইনের ঊর্ধ্বে। এখন তাঁরা জামিনের জন্য আদালতে আবেদন করছেন’’। প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া মামলায় গত ২১ অগাস্ট রাতে দিল্লিতে নিজের বাড়ি থেকে নাটকীয়ভাবে চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই। এরপর ১৫ দিন ধরে সিবিআই হেফাজতে রাখা হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। এরপরই তাঁকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চিদাম্বরম।

আরও পড়ুন: ‘নির্বোধ তত্ত্ব’ নয়, অর্থনীতি মেরামতের প্ল্যান চাই, নির্মলাকে কটাক্ষ রাহুলের

অন্যদিকে, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে এদিন ফের মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। এদিন মোদী বলেন, ‘‘জম্মু-কাশ্মীর ও লাদাখে উন্নয়ন আনাই আমাদের লক্ষ্য। দ্বিতীয় এনডিএ সরকারের প্রথম ১০০ দিনে সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে’’। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরকে ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ, দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। ৩৭০ ধারা বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে সোচ্চার হয়েছে কংগ্রেস-সহ কয়েকটি বিরোধী দল।

Read the full story here in English

PM Narendra Modi
Advertisment