Advertisment

বোধনে বাংলায় মোদীর ভাষণ, পুজোর আগেই আসছেন শাহ

''আগামী ২২ অক্টোবর ভার্চুয়াল মাধ্য়মে বাংলার মানুষের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী''।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi, amit shah

মোদী-শাহ।

বছর ঘুরলেই একুশের মহাযুদ্ধ। দুর্গাপুজো থেকেই বাংলায় বিধানসভা ভোটের কার্যত দামামা বাজাতে চলেছেন মোদী-শাহ। মহাষষ্ঠীতে দেবীর বোধনের দিনই বঙ্গবাসীর উদ্দেশে ভার্চুয়াল মাধ্য়মে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একথা জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। মোদীর পাশাপাশি দুর্গাপুজোর আবহেই সাংগঠনিক বৈঠক করতে উত্তরবঙ্গে পা রাখবেন অমিত শাহ। একুশের লড়াইয়ের প্রাক্কালে দুর্গাপুজোর আবহে মোদী-শাহর এমন কর্মসূচি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Advertisment

এ প্রসঙ্গে বিজেপি নেতা বিজয়বর্গীয় জানিয়েছেন, ''আগামী ২২ অক্টোবর ভার্চুয়াল মাধ্য়মে বাংলার মানুষের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পবিত্র উৎসবে বঙ্গবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী''।

আরও পড়ুন: নবান্ন থেকেই পুজোর উদ্বোধনে মমতা

অন্য়দিকে, একুশের মহারণের আগে বাংলায় পা রাখবেন মোদী সেনাপতি। এ প্রসঙ্গে বিজয়বর্গীয় জানান, ''দলের বৈঠকে যোগ দিতে উত্তরবঙ্গে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্গাপুজোর আগে আসার চেষ্টা করছেন তিনি। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি''।

উল্লেখ্য়, করোনা অতিমারী পরিস্থিতি পরিচালনায় মমতা সরকারের ব্য়র্থতার ছবি সামনে এনে প্রথম থেকেই সোচ্চার পদ্মশিবির। সেইসঙ্গে একাধিক ইস্য়ুতে রোজই তৃণমূল শিবিরকে আক্রমণ শানাচ্ছেন বিজেপি নেতারা। পাল্টা আক্রমণ ধেয়ে আসছে ঘাসফুল শিবিরের দিক থেকেও। এই প্রেক্ষাপটে মোদীর ভাষণ ও বাংলায় শাহের সফর গুরুত্বপূর্ণ বলেই মত রাজনীতির কারবারিদের একাংশের।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi amit shah
Advertisment