New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/23/tMLpTebZNhVSbl4Nqmiw.jpg)
মোদীর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরুন নিজের সাফল্য , আন্তর্জাতিক নারী দিবসে বিরাট উদ্যোগ প্রধানমন্ত্রীর
মোদীর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরুন নিজের সাফল্য , আন্তর্জাতিক নারী দিবসে বিরাট উদ্যোগ প্রধানমন্ত্রীর
Women's Day 2025: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রীর। বিশেষ এই দিনে মোদী নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান যে সকল মহিলা রেখেছেন তাঁদের হাতে তুলে দেবেন। সেই সকল অসামান্য মহিলারা মোদীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে তাদের সংগ্রাম, সাফল্য এবং অনুপ্রেরণার কাহিনী কোটি কোটি মানুষের সামনে তুলে ধরার এক বিরাট সুযোগ পাবেন। বিশেষ এই উদ্যোগ সারা দেশের মহিলাদের আরও অনুপ্রাণিত করবে বলেই মত প্রধানমন্ত্রী মোদীর।
২০২৫ সালের নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর বিশেষ উদ্যোগ। প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের প্রশংসা করেন এবং বলেন যে সকল ধরণের শিক্ষা নারী শক্তির বিভিন্ন রূপকে প্রতিফলিত করে। ভারতীয় সংবিধানে গুরুত্বপূর্ণ অবদান রাখা হংস মেহতার কথা উদ্ধৃত করে তিনি সমাজে নারীদের সম্মান ও ক্ষমতায়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন।
কীভাবে অংশগ্রহণ ?
প্রধানমন্ত্রী মোদী সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জনকারী মহিলাদের এই উদ্যোগে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আগ্রহী মহিলারা 'নমো অ্যাপ'-এ উপলব্ধ একটি বিশেষ ফোরামের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত মহিলারা প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে তাদের ধারণা, উদ্ভাবন এবং সাফল্যের গল্প ভাগ করে নেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন।
A special initiative for Nari Shakti. #MannKiBaat pic.twitter.com/hTtHKgEWd2
— PMO India (@PMOIndia) February 23, 2025
প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সাফল্যর পাশাপাশি সমাজে নারীর ক্ষমতায়নের উপর আলোকপাত করা হয় বিশেষ এই দিনে। লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই দিনটি পালন করা হয়। প্রধানমন্ত্রী মোদীর এই উদ্যোগ কেবল সমাজের মহিলাদের অনুপ্রাণিত করবে তাই নয়, বরং সমাজে নারীর ভূমিকাকে নতুন উচ্চতায় নিয়ে যেতেও সাহায্য করবে।