Advertisment

বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ে উদ্বোধনে কর্ণাটকে মোদী, ভোটের আগেই চমকের ছড়াছড়ি

author-image
IE Bangla Web Desk
New Update
Prime Minister Narendra Modi, Karnataka, Bengaluru-Mysuru Highway, inauguration, projects, vote base, south Karnataka, Indian Institute of Technology, Dharwad, heart hospital, Jal Jeevan Mission, Jayadeva Hospital, Basavaraj Bommai, grants, infrastructure, national highways, railways, ports, academic activities, B Tech programmes, Engineering Physics, Civil and Infrastructure Engineering, Chemical and Biochemical Engineering, Mathematics and Computing, faculty members, foundation stone, permanent campus, Phase 1A, land allotment, indian express"

ব্যাঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, তিন ঘন্টা থেকে কমে মাত্র ৭৫ মিনিটেই ব্যাঙ্গালুরু-মহীশূরের দূরত্ব কভার করা সম্ভব হবে এই এক্সপ্রেসওয়ে উদ্বোধনের ফলে। প্রধানমন্ত্রী মোদী রবিবার কর্ণাটকের জনগণকে ১৬হাজার কোটি টাকার একাধিক প্রকল্প উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে ব্যাঙ্গালুরু এবং মহীশূরের মধ্যে ৮,৪৮০ কোটি টাকার এক্সপ্রেসওয়ে।

Advertisment

এই নিয়ে চলতি বছরে এটা মোদীর ষষ্ঠ কর্ণাটক সফর। আর এই সফরকালে বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন এবং তা জাতির উদ্দেশে উৎসর্গ করবেন মোদী। এর পাশাপাশি ১৬ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্থরও স্থাপন করবেন তিনি।একই সঙ্গে তিনি এদিন ধারওয়াদ ৮৫০ কোটি ব্যায়ে নির্মিত আইআইটি জনগণকে উৎসর্গ করবেন  

ব্যাঙ্গালোর-মহীশূর এক্সপ্রেসওয়ে ১১৮ কিলোমিটার দীর্ঘ। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর  আজ দুপুর ১২টায়, এই প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বিকেল ৩.১৫ মিনিটে তিনি হুবলি-ধারওয়াড়ে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

আগামী ২-৩ মাস পরই কর্ণাটক বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটমুখী কর্ণাটকে একাধিক জনকল্যানমুখী প্রকল্পের শিলান্যাস করবেন মোদী। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বেলাগাভিতে শিবমোগা বিমানবন্দরের উদ্বোধন করেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন: < এয়ার ইণ্ডিয়া বিমানে হুলস্থূল, বাথরুমে সিগারেট খেয়ে ‘এমার্জেন্সি এক্সিট’ খুলতে উদ্ধত যাত্রী, তারপর……>

প্রধানমন্ত্রী হুবলি-ধারওয়াড় স্মার্ট সিটির বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এতে ব্যয় হবে ৫২০ কোটি টাকা। পাশাপাশি জয়দেব হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী। শ্রী সিদ্ধারুধা স্বামীজি হুবলি স্টেশনে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম জনসাধারণকে উৎসর্গ করবেন তিনি। এটি গিনেস বুক অফ রেকর্ডসেও রেকর্ড করা হয়েছে।

এই প্ল্যাটফর্মটি ১৫০৭ মিটার দীর্ঘ এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। পাশাপাশি এদিন ব্যাঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ে উৎসর্গ করার পাশাপাশি প্রধানমন্ত্রী চার লেনের মহীশূর-খুশালনগর মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ৯২ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মহাসড়ক। এই প্রকল্প বাস্তবায়নে খরচ হবে প্রায় ৪,১৩০ কোটি টাকা।

karnataka modi
Advertisment