লোকসভা ভোটের দিন যত গড়াচ্ছে, মোদী-মমতা দ্বৈরথ যেন ততই বাড়ছে। ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ফেসবুকে মোদী লিখেছেন, দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন বলেই তৃণমূল-সহ বাকিরা তাঁর বিরুদ্ধে সরব হয়েছে।
এ প্রসঙ্গে সরাসরি মমতার ধর্না মঞ্চের নাম না করে তৃণমূল-সহ জাতীয় স্তরের বিরোধীদলগুলির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মোদী লিখেছেন, ‘‘দুর্নীতি থেকে নিজেদের ও পরিজনদের আড়াল করতেই কলকাতায় সকলে জড়ো হয়ে আমাকে অপমান করেছেন। দুর্নীতিগ্রস্তরা যতদিন না শাস্তি পাচ্ছেন, ততদিন আমি বিশ্রাম নেব না।’’
দুর্নীতি নিয়ে মোদীর বিরুদ্ধে এদিন পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। ‘‘মোদী-শাহ দুর্নীতির ঠাকুরদা’’, ডেরেক ও’ব্রায়েনের এই বক্তব্য উদ্ধৃত করে এদিন টুইট করেছে তৃণমূল।
আরও পড়ুন, মোদীকে চরম আক্রমণ করে ধর্না প্রত্যাহার মমতার
উনিশের ব্রিগেডের পর মমতার এই ধর্না মঞ্চেও বিজেপি বিরোধী জোটের ছবি দেখা গিয়েছে। মমতার পাশে দাঁড়িয়ে সশরীরে ধর্না মঞ্চে যোগ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকে-র কানিমোঝি। এছাড়াও রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, দেবেগৌড়া-সহ বিজেপি বিরোধী নেতারা ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন মমতাকে। ‘‘মোদীকে ভাগাতেই হবে’’, এমন চড়া সুরেই ধর্না মঞ্চ থেকে স্লোগান তুলেছেন মমতা। আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে ধর্না করছে বিরোধীরা। সেই প্রেক্ষাপটে এদিন মোদীর ফেসবুক পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন, তৃণমূল এখন ট্রিপল টি-তৃণমূল তোলাবাজি ট্যাক্স: মোদী
অন্যদিকে, এদিন আলিগড়ের সভাতেও মমতাকে নিশানা করেন অমিত শাহ। বিজেপি সভাপতি বলেছেন, ‘‘সারদাকাণ্ডে অভিযুক্তদের বাঁচাতে চাইছেন। কারও নাম বলে দিতে পারে বলে ভয় পাচ্ছেন।’’ এরপরই শাহ বিরোধী জোটকে আক্রমণ করে বলেন, ‘‘বিজেপিদের জোট আসলে ভাঁওতাবাজদের জোট।’’