Advertisment

দ্বিতীয় মোদী সরকারে কোন মন্ত্রী কোন দফতরে? দেখুন পূর্ণাঙ্গ তালিকা

দেশের নয়া স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রক ছেড়ে এবার প্রতিরক্ষা দফতর সামলাবেন রাজনাথ সিং। বিদেশমন্ত্রী হলেন এস জয়শঙ্কর। অর্থমন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারমণ।

author-image
IE Bangla Web Desk
New Update
modi, rajnath singh, amit shah, মোদী, রাজনাথ সিং, অমিত শাহ

নরেন্দ্র মোদী, রাজনাথ সিং ও অমিত শাহ। ছবি: রেণুকা পুরী, ইন্ডিয়ান এক্সপ্রেস।

মোদীর মন্ত্রিসভায় নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টন হয়ে গেল। দেশের নয়া স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রক ছেড়ে এবার প্রতিরক্ষা দফতর সামলাবেন রাজনাথ সিং। বিদেশমন্ত্রী হলেন এস জয়শঙ্কর। অর্থমন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারমণ। গতবার মোদী সরকারে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন সীতারমণ।

Advertisment

কে কোন মন্ত্রী হলেন, দেখে নিন একনজরে...

* নরেন্দ্র মোদী- প্রধানমন্ত্রী

* অমিত শাহ- স্বরাষ্ট্রমন্ত্রী

*রাজনাথ সিং- প্রতিরক্ষামন্ত্রী

* নির্মলা সীতারমণ- অর্থমন্ত্রী, কর্পোরেট বিষয়ক মন্ত্রী

* নিতিন গড়করি- সড়ক ও পরিবহণ মন্ত্রী

*ডি ভি সদানন্দ গৌড়া- রাসায়নিক ও সার মন্ত্রক

* রামবিলাস পাসোয়ান- উপভোক্তা বিষয়ক মন্ত্রক, খাদ্য

* নরেন্দ্র সিং তোমার- কৃষি, গ্রামোন্নয়ন, পঞ্চায়েত রাজ

* রবিশংকর প্রসাদ- আইন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক

* হরসিমরত কউর বাদল- খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক

* তাওয়ারচাঁদ গেহলোত- সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক

*এস জয়শংকর- বিদেশ মন্ত্রক

* রমেশ পোখরিয়াল নিশাঙ্ক- মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক

* অর্জুন মুন্ডা- আদিবাসী বিষয়ক মন্ত্রক

* স্মৃতি ইরানি- নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, বস্ত্র মন্ত্রক

* হর্ষবর্ধন- স্বাস্থ্য মন্ত্রক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক

* প্রকাশ জাভড়েকর- পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রক, তথ্য ও সম্প্রচার মন্ত্রক

* পীযূষ গোয়েল- রেলমন্ত্রী

* ধর্মেন্দ্র প্রধান- পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, ইস্পাত

* মুখতার আব্বাস নকভি- সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক

* প্রহ্লাদ যোশী- সংসদ বিষয়ক মন্ত্রক, কয়লা মন্ত্রক

* মহেন্দ্রনাথ পাণ্ডে- দক্ষতা উন্নয়ন মন্ত্রক

* অরবিন্দ সাওয়ান্ত- ভারী শিল্প মন্ত্রক

* গিরিরাজ সিং- প্রাণিসম্পদ মন্ত্রক

* গজেন্দ্র সিং শেখাওয়াত- জলসম্পদ মন্ত্রক

আরও পড়ুন: নয়া মোদী সরকারে কোন দফতরের মন্ত্রী হলেন বাবুল-দেবশ্রী?

একনজরে জেনে কোন প্রতিমন্ত্রী(স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) কী দফতর পেলেন?

* সন্তোষ কুমার গাঙ্গোয়ার- শ্রমমন্ত্রক

* ইন্দ্রজিৎ সিং- পরিসংখ্যান মন্ত্রক

* শ্রীপদ নায়েক- প্রতিরক্ষামন্ত্রক, আয়ুর্বেদ

* জীতেন্দ্র সিং- প্রধানমন্ত্রীর দফতর, মহাকাশ, পারমাণবিক শক্তি, উত্তর-পূর্বের রাজ্যের উন্নয়ন

*আর কে সিং- বিদ্যুৎ মন্ত্রক, দক্ষতা উন্নয়ন

* কিরেণ রিজিজু- সংখ্যালঘু বিষয়ক, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক

* প্রহ্লাদ সিং প্যাটেল- সংস্কৃত মন্ত্রক, পর্যটন

* হরদীপ সিং পুরী- নগরোন্নয়ন ও আবাসন, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, বাণিজ্য মন্ত্রক

* মনসুখ মান্ডভিয়া- জাহাজ মন্ত্রক, রাসায়নিক ও সার মন্ত্রক

একনজরে জেনে নিন, বাকি প্রতিমন্ত্রীরা কে কোন দফতরে?

* ফগন সিং কুলস্তে- ইস্পাত মন্ত্রক

* অশ্বীনি কুমার চৌবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক

*অর্জুন রাম মেঘওয়াল- সংসদ বিষয়ক মন্ত্রক, ভারী শিল্প, ইস্পাত মন্ত্রক

*ভি কে সিং- সড়ক ও পরিবহণ মন্ত্রক

* কৃষ্ণপাল গুর্জর- সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন

* রাওসাহেব দানবে- উপভোক্তা বিষয়ক, খাদ্য

* জি কিষাণ রেড্ডি- স্বরাষ্ট্রমন্ত্রক

* পুরুষোত্তম রূপালা- কৃষি উন্নয়ন

* রামদাস আঠাওয়ালে-সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন

* সাধ্বী নিরঞ্জন জ্যোতি- গ্রামীণ উন্নয়ন

* বাবুল সুপ্রিয়- পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রক

*সঞ্জীব কুমার- প্রাণিসম্পদ

*সঞ্জয় সামরেও- মানবসম্পদ, তথ্য প্রযুক্তি, যোগাযোগ মন্ত্রক

* অনুরাগ সিং ঠাকুর- অর্থ মন্ত্রক, কর্পোরেট বিষয়ক মন্ত্রক

* সুরেশচন্দ্র বসপ্পা- রেল মন্ত্রক

* নিত্যানন্দ রাই- স্বরাষ্ট্রমন্ত্রক

*রতনলাল কাটারিয়া- জলসম্পদ, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন

* বি মুরলীধরন- বিদেশ মন্ত্রক, সংসদ বিষয়ক মন্ত্রক

* রেণুকা সিং- আদিবাসী বিষয়ক

*সোমপ্রকাশ- বাণিজ্য মন্ত্রক

*রামেশ্বর তেলি- খাদ্য প্রক্রিয়াকরণ

*প্রতাপচন্দ্র সারেঙ্গি- প্রাণিসম্পদ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প

* কৈলাশ চৌধুরি- কৃষি ও কৃষক উন্নয়ন মন্ত্রক

* দেবশ্রী চৌধুরী- নারী ও শিশু কল্যাণ

amit shah PM Narendra Modi
Advertisment