/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/modi-759-news.jpg)
নরেন্দ্র মোদী। ছবি: টুইটার।
‘আগামী দিনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে বিজেপি, সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে’, দলের নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে জে পি নাড্ডার অভিষেক মঞ্চে দাঁড়িয়ে একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই নাড্ডার প্রশংসা করে মোদী বললেন, ‘‘আমার দৃঢ় বিশ্বাস, নাড্ডাজির নেতৃত্বে দলের আরও অগ্রগতি হবে’’। উল্লেখ্য, সোমবার বিজেপি সভাপতি পদে অমিত শাহের স্থলাভিষিক্ত হন জে পি নাড্ডা।
নাড্ডা সম্পর্কে ঠিক কী বলেছেন মোদী?
এদিন নরেন্দ্র মোদী বলেন, ‘‘নাড্ডাজি পুরনো বন্ধু...নাড্ডাজি দলের হয়ে ভাল কাজ করছেন। ওঁর দক্ষতায় দল আরও এগোবে। নাড্ডাজির নেতৃত্বে বিজেপি আরও এগোবে। বিজেপি আগামী দিনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। নাড্ডাজির নেতৃত্বে বিজেপি নতুন দিশা পাবে। ওঁর নেতৃত্বে নতুন উদ্যমে এগোবে দল’’।
আরও পড়ুন: মমতার বড় পদক্ষেপ, সিএএ বিরোধী প্রস্তাব আসছে বঙ্গ বিধানসভায়
#Watch: JP Nadda elected unopposed as BJP presidenthttps://t.co/30nEfQVYjEpic.twitter.com/I97lUMDCmr
— The Indian Express (@IndianExpress) January 20, 2020
Congratulations to Shri @JPNadda Ji on being elected @BJP4India President. Wishing him the very best for his tenure. Nadda Ji is a dedicated and disciplined Karyakarta who has worked for years to strengthen the party at the grassroots. His affable nature is also known to all.
— Narendra Modi (@narendramodi) January 20, 2020
এর আগে টুইটারে জে পি নাড্ডাকে শুভেচ্ছা জানিয়ে মোদী লেখেন, ‘‘নাড্ডাজিকে অনেক শুভেচ্ছা। উনি একজন অনুগত কর্মী। দল গড়ার কাজে বছরের পর বছর ধরে নিয়োজিত উনি। ওঁর নম্র স্বভাব সম্পর্কে সকলেই অবগত...আমি নিশ্চিত, ওঁর নেতৃত্বে দল এক অন্য উচ্চতায় পৌঁছোবে’’।
Read the full story in English