Presidential Election 2022 Results Updates: প্রত্যাশিত ছিলই। অবশেষে জয় পেলেন এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। প্রতিদ্বন্দ্বী বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে তিনি বিরাট ব্যবধানে পরাজিত করলেন। বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে শুরু হয়েছিল ভোটগণনা। গণনা শেষের পর রাতে জানা গেল ভারতের ১৫তম রাষ্ট্রপতির নাম।
৩,২১৯ ভোটের মধ্যে দ্রৌপদী পেলেন ২,১৬১টি ভোট। আর যশবন্ত সিনহা পেয়েছেন ১,০৫৮ ভোট। জয়ের পর দ্রৌপদী মুর্মুর হাতে জয়ী প্রার্থীর সার্টিফিকেট তুলে দেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী। সময় যত এগিয়েছে, রাউন্ড যত বেড়েছে, ততই বেড়েছে দ্রৌপদী মুর্মুর জয়ের ব্যবধান। তাঁর ধারে-কাছেও ছিলেন না যশবন্ত সিনহা।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, 'ভারত ইতিহাস তৈরি করল। ১৩০ কোটি ভারতীয় যখন আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে, সেই সময় দেশের পূর্বাঞ্চলের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এক আদিবাসী মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন! অভিনন্দন দ্রৌপদী মুর্মু জি।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছাবার্তার পালটা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন দ্রৌপদী মুর্মু। যোগী আদিত্যনাথ থেকে শিবরাজ সিং চৌহান, একের পর এক মন্ত্রী ও নেতা জয়ের পর দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন।
দ্রৌপদীর জয়ে ভারত পেল দেশের ইতিহাসে প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। আদিবাসী আবেগে ভর করেই এবার প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত প্রার্থী যশবন্ত সিনহাকে সর্বসম্মত ভাবে সমর্থন করেছে বিরোধী দলগুলি। দ্রৌপদী মুর্মুর জয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুন 21 July TMC Sahid Diwas Live: একুশের মেগা শো, কলকাতার সব রাস্তা আজ ধর্মতলামুখী
ভোটের দিনও যশবন্তের গলায় শোনা গিয়েছে, অন্তরাত্মার ডাক শুনে তাঁকে ভোট দেওয়ার ডাক। বৃহস্পতিবার ফল ঘোষণার পর দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাও।
শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পালটা, ধন্যবাদ জ্ঞাপন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুও।
-
Jul 21, 2022 20:58 IST
-
Jul 21, 2022 20:51 ISTদ্রৌপদী-মোদী সাক্ষাৎ
রাষ্ট্রপতি ভোটে জয়ী দ্রৌপদী মুর্মু। ঘোষণার পরই দেশের পঞ্চদশ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁকে জয়ের শুভেচ্ছা জানান। সঙ্গে ছিলেন বিজেপির সর্ববারতীয় সভাপতি জেপি নাড্ডা।
WATCH | Prime Minister @narendramodi greets and congratulates Droupadi Murmu on being elected as the new President of the country.
— PB-SHABD (@PBSHABD) July 21, 2022
BJP national president @JPNadda is also present. pic.twitter.com/1yW9jMZfEj -
Jul 21, 2022 20:18 ISTদ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা যশবন্তের
রাষ্ট্রপতি পদে জয়ী এনডিএ প্রার্তী দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা।
I join my fellow citizens in congratulating Smt Droupadi Murmu on her victory in the Presidential Election 2022.
— Yashwant Sinha (@YashwantSinha) July 21, 2022
India hopes that as the 15th President of the Republic she functions as the Custodian of the Constitution without fear or favour. pic.twitter.com/0gG3pdvTor -
Jul 21, 2022 17:18 ISTমোদী এবং তাঁর মন্ত্রীরা দেখা করতে পারেন দ্রৌপদীর সঙ্গে
জয়ের ইঙ্গিত পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মন্ত্রিসভার সদস্য এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দেখা করতে চলেছেন দ্রৌপদী মুর্মুর সঙ্গে।
-
Jul 21, 2022 15:16 ISTপ্রথম রাউন্ডের শেষে অনেক এগিয়ে দ্রৌপদী
প্রথম রাউন্ডের গণনার শেষে অনেকটাই এগিয়ে গেলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। সাংসদদের ভোটে ৭৪৮টির মধ্যে দ্রৌপদী পেয়েছেন ৫৪০টি ভোট। যশবন্ত পেয়েছেন ২০৮টি ভোট। ১৫টি ভোট অবৈধ হওয়ায় বাতিল।
After the first round of votes - of All MPs -
— Liz Mathew (@MathewLiz) July 21, 2022
Total votes - 748
Value- 523600
Of this Droupadi Murmu - 540
Value- 378000
Yashwant Sinha - 208-145600
invalid : 15 votes: said returning officer, PC Mody. @IndianExpress -
Jul 21, 2022 14:20 ISTদ্রৌপদীর পৈতৃক গ্রামে উৎসবের মেজাজ
ওড়িশার রাইরংপুরে দ্রৌপদী মুর্মুর পৈতৃক গ্রামে ধামসা-মাদলের তালে উৎসবের মেজাজে আদিবাসী সমাজের মানুষ।
#WATCH | Celebrations begin at Odisha's Rairangpur village, the native place of NDA's presidential candidate Droupadi Murmu.
— ANI (@ANI) July 21, 2022
The counting of votes for the Presidential election is underway. pic.twitter.com/7AmzaSepHr -
Jul 21, 2022 13:55 ISTছিন্নমস্তা মন্দিরে দ্রৌপদীর জন্য পুজো আদিবাসীদের
ঝাড়খণ্ডের রাজারাপ্পায় বিখ্যাত ছিন্নমস্তা মন্দিরে এনডিএ রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর জন্য বিশেষ পুজো আদিবাসীদের। এদিন সকালে বিশেষ আরতি করেন আদিবাসীরা। তাঁদের প্রার্থনা, যেন দ্রৌপদী জেতেন।
-
Jul 21, 2022 13:10 ISTসংসদ ভবনে চলছে ভোটগণনা
দিল্লিতে পার্লামেন্টে চলছে ভোটগণনা। বিকেলে জানা যাবে ফলাফল।
Delhi | Counting of votes for Presidential election underway in Parliament pic.twitter.com/XBf84ADeEc
— ANI (@ANI) July 21, 2022 -
Jul 21, 2022 11:50 ISTদ্রৌপদীর জন্য গর্বিত গোটা দেশ, বললেন কিরেন রিজিজু
শুধু আদিবাসী সমাজ নয়, গোটা দেশ গর্বিত হবে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হলে। প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি পাবে ভারত। এর থেকে গর্বের আর কী আছে! বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
-
Jul 21, 2022 11:48 ISTশুরু ভোটগণনা
কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে শুরু হল ভোটগণনা। রাইসিনার তখতে কে, তার ফয়সালা হবে আজ।
-
Jul 21, 2022 10:14 ISTদ্রৌপদীর জন্য গর্বিত গোটা দেশের আদিবাসী সমাজ
বোনের জন্য খুশির জোয়ারে ভাসছেন তারিণীসেন টুডু। দ্রৌপদী মুর্মুর ভাই জানিয়েছেন, "আমাদের আদিবাসী সমাজের জন্য গর্বের দিন আজ। বোন রাষ্ট্রপতি হবে। উৎসবের আমেজ আমাদের এলাকায়।"
Rairangpur | There is an atmosphere of happiness here as we're hopeful that Droupadi Murmu will become the next President of India. It's a matter of pride for the tribal community, Odisha & the country: Tarinisen Tudu, brother of NDA's Presidential candidate Droupadi Murmu pic.twitter.com/dvbbzQTvWr
— ANI (@ANI) July 21, 2022