Advertisment

'বুথ দখলের চেষ্টা মদনের', সাতসকালেই অভিযোগে সরব প্রিয়াঙ্কা

নির্বাচনী আঁচে তপ্ত ভবানীপুর। সকাল থেকেই টানটান উত্তেজনা। ভোট প্রক্রিয়া দেখতে সকাল থেকেই বুথে-বুথে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

author-image
IE Bangla Web Desk
New Update
Priyanka Tibrewals allegation in Bhawanipore Bypoll Election on Sept 30

প্রিয়াঙ্কার নিশানায় মদন।

হাইভোল্টেজ লড়াই ভবানীপুরে। উপনির্বাচনের দিনে সকাল থেকেই সরগরম ভবানীপুর। মদন মিত্রের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের। 'যেখানে সন্ত্রাসের খবর পাব সেখানেই যাব। ভোটের হার বাড়লে ভোটও বাড়বে।' ভোট প্রক্রিয়া দেখতে বেরিয়ে মন্তব্য প্রিয়াঙ্কার।

Advertisment

উপনির্বাচনের আঁচে তপ্ত ভবানীপুর। সকাল থেকেই টানটান উত্তেজনা। এদিন সকাল ৬টা নাগাদ প্রমেই এলগিন রোডের একটি বুথে যান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। বুথ ঘুরে দেখার পর তিনি বলেন, 'যেখানে সন্ত্রাসের খবর পাব সেখানেই যাব। ভোটের হার বাড়লে ভোটও বাড়বে। তৃণমূল বাইরের লোক এনে ভোট করালে ভোট বেড়েও অবশ্য কোনও লাভ হবে না।'

এরই পাশাপাশি ৭২ নং ওয়ার্ডের একটি বুথে ভোট ইভিএম বন্ধ করে রাখার অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধেই অভিযোগ বিজেপি প্রার্থীর।

আরও পড়ুন- Bhawanipur Bypoll 2021 Live Updates: ভবানীপুরে প্রেস্টিজ ফাইট, ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ প্রিয়াঙ্কার

প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বুথে ইভিএম বন্ধ করিয়ে রেখেছেন মদন মিত্র। বুথটি দখলের চেষ্টা হয় বলেও অভিযোগ প্রিয়াঙ্কার। ১২৬ নং বুথে কারচুপির অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। নির্বাচন কমিশনেও অভিযোগ জানায় বিজেপি। ১২৬ নং ওয়ার্ডে মক পোলিয়ংয়ের জন্যই ভোটগ্রহণে দেরি, বিজেপির অভিযোগ উড়িয়ে স্পষ্ট করে জানিয়েছে কমিশন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp Bhabanipur By-poll Priyanka Tibrewal
Advertisment