হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)-কে ১ লক্ষ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে বলে যে দাবি প্রতিরক্ষামন্ত্রী করেছেন তা 'মিথ্যা', অভিযোগ রাহুল গান্ধীর। রবিবার কংগ্রেস সভাপতি বলেন, নির্মলা সীতারামন এই দাবির সপক্ষে প্রমাণ দিক, নতুবা পদত্যাগ করুক।
সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনকে হাতিয়ার করেই রবিবার রাহুল এই নয়া আক্রমণ হেনেছেন বলে মনে করা হচ্ছে। এই প্রতিবেদনে হ্যালের এক শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, "(মন্ত্রীর) উল্লেখ করা ১ লক্ষ কোটি টাকার একটি পয়সাও হ্যালের কাছে আসেনি। এমনকি কাজের কোনও বরাতও আসেনি। এমন কিছু এখনও স্বাক্ষরিতই হয়নি।"
এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরই প্রতিরক্ষামন্ত্রীর প্রতি চরম আক্রমণ হানেন রাহুল গান্ধী। তিনি বলেন, "একটা মিথ্যা বলে ফেলার পর, তা ঢাকা দিতে একাধিক মিথ্যা বলতে হয়। প্রধানমন্ত্রীর রাফাল মিথ্যা চাপা দেওয়ার মরিয়াচেষ্টা করতে গিয়ে রক্ষামন্ত্রী সংসদে মিথ্যা বলেছেন... আগামি কাল তাঁকে সংসদে প্রমাণ দিতেই হবে, না হলে পদত্যাগ করতে হবে"।
প্রসঙ্গত, রাফাল 'দুর্নীতি' নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি রাহুল গান্ধীর লাগাতার আক্রমণের মুখে পাল্টা আক্রমণ শানিয়েছিলেন নির্মলা সীতারামন। তিনি বলেছিলেন, কংগ্রেস সভাপতি দেশকে বিভ্রান্ত করছেন। এর পাশাপাশি, ২০১৪ সালে কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত হ্যালকে ঠিক কত টাকার বরাত দেওয়া হয়েছে, সেসব নথি টুইট করেছিলেন নির্মলা সীতারামন।
শনিবার একটি রিপোর্টে জানা যায়, অর্থনৈতিকভাবে ধুঁকছে হ্যাল। কর্মীদের বেতন দেওয়ার জন্য সম্প্রতি ১ হাজার কোটি টাকা ধারও করতে হয়েছে সংস্থাটিকে। আর এরপরই রাফাল প্রসঙ্গে ফের নমোকে আক্রমণ করেন রাগা। সোনিয়া-পুত্রের অভিযোগ, 'সুট-বুট'-এর বন্ধুকে সাহায্য করার জন্য হ্যালকে বঞ্চিত করেছেন প্রধানমন্ত্রী মোদী।
Read the full story in English