Advertisment

পাঞ্জাব ভোট ২০২২: কে হবেন আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? ফোনেই স্থির করবেন ভোটাররা

বৃহস্পতিবারই 'জনতা চুনেগি আপনা সিএম' কর্মসূচির সূচনা করেন কেজরিওয়াল ও ভগবন্ত মান।

author-image
IE Bangla Web Desk
New Update
punjab assembly election 2022 Bhagwant Mann is AAPs CM face

আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।

পাঞ্জাবে আপ ক্ষমতায় এলে কে হবেন মুখ্যমন্ত্রী? এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণার আস্বাস দিয়েছিলেন দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। এই ঘোষণার ২৪ ঘন্টাও কাটেনি, বৃহস্পতিবার কেজরিওয়াল জানালেন মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার দায়িত্ব রাজ্যবাসীর। আপ জিতেলে যাঁকে পাঢ্জাবের মানুষ রাজ্যবাসী হিসাবে দেখতে চান নির্দিষ্ট নম্বরে ফোন করে সেই নাম জানাতে হবে। এ জন্য একটি নির্দষ্ট মোবাইল নম্বরও দেওয়া হয়েছে।

Advertisment

চণ্ডীগড়ে সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময়, কেজরিওয়াল, দলের পাঞ্জাবের সভাপতি ভগবন্ত মান এবং রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আপ নেতা রাঘব চাড্ডা 'জনতা চুনেগি আপনা সিএম' কর্মসূচির সূচনা করেন। ভোটাররা 7074870748 নম্বরে ফোন করে আপ দলের মধ্যে থেকে নিজেদের পছন্দের মুখ্যমন্ত্রীর নাম জানাতে পারবেন। এই কর্মসূচি ১৭ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত চালু থাকবে।

কেজরিওয়াল বলেছেন, “প্রায়ই দেখা যায়, দলের প্রভাবশালী রাজনীতিবিদদের আত্মীয়দের মুখ্যমন্ত্রী বানানো হয়। ভগবন্ত মান আমাদের খুব প্রিয়। তিনি আমার ছোট ভাই এবং পাঞ্জাবে দলের সবচেয়ে বড় নেতা। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাঁকে মুখ্যমন্ত্রী করব, কিন্তু তিনি বলেছেন যে জনগণই তাঁদের মুখ্যমন্ত্রী বেছে নেবেন।'

আরও পড়ুন- উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ, ভোটে লড়ছেন উন্নাওয়ের নির্যাতিতার মা

এপ্রসঙ্গে আপের পাঞ্জাবের সভাপতি ভগবন্ত মান বলেছেন, 'আমার নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণার কথা বলেছিলেন কেজরিওয়ালজি। কিন্ত আমি মনে করি যে রাজ্যের জনগণকে জিজ্ঞাসা করা উচিত কে হবেন তাঁদের মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল আমার প্রস্তাবে রাজি হয়েছেন। জনগণ তাঁদের পছন্দের কথা জানাক, সেই ভিত্তিতেই আপ জিতলে মুখ্যমন্ত্রী করা হবে।'

সম্প্রতি পাতিয়ালার এক আপ কর্মী দাবি করেছেন যে, অর্থের বিনিময় প্রার্থী করা হচ্ছে। দাবির সত্যতা প্রমাণে লাইডিটেক্টরের সামনেও তিনি বসতে পারেন বলে জানিয়েছিলেন। এপ্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, 'আমি কেন লাইডিটেক্টরে সত্যতা যাচাই করব? অভইযোগের সাপেক্ষে অভইযোগকারী কী কোনও প্রমাণ দিয়েছে? অভিযোগের ভিত্তিতে কী সাংবাদিকতা হয়?'

Read in English

Arvind Kejriwal Punjab Punjab Poll 2022
Advertisment