কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চিনের মুখপাত্র বলে মন্তব্য করল বিজেপি। কৈলাস মানসসরোবর যাত্রার উদ্দেশ্যে শুক্রবার নেপালের উদ্দেশে রওনা দেন রাহুল।
বিজেপির আক্রমণের জবাব দিতে কংগ্রেস অবশ্য বেশি সময় নেয়নি। সস্তা রাজনীতির করা জন্য শিব পার্বতীকে অপমান করা হচ্ছে বলে মন্তব্য করেছে কংগ্রেস। প্রসঙ্গত কৈলাস মানস সরোবর এলাকা চিনের মধ্যে পড়ে।
এদিন রাহুলকে আক্রমণ করতে বিজেপি সাংবাদিকদের সামনে পাঠিয়েছিল দলীয় মুখপাত্র সম্বিৎ পাত্রকে। তাঁর অভিযোগ, চিনের রাষ্ট্রদূত ভারত সরকারের কাছে রাহুলকে সরকারি ভাবে বিদায় জানানোর অনুমতি চেয়েছিলেন। সে চিঠির অবশ্য উত্তর দেওয়া হয়নি। সম্বিৎ পাত্র এদিন বলেন, ‘‘আপনি রাহুল গান্ধী, চাইনিজ গান্ধী নন। একজন চিনা রাষ্ট্রদূত একজন অ-চৈনিককে বিদায় জানাতে চাইবেন কেন? এরকম কোনো প্রোটোকল তো নেই?’’
আরও পড়ুন, মোদি সরকার জ্বালানি লুঠ করছে: কংগ্রেস
বিজেপি মুখপাত্র একই সঙ্গে কংগ্রেসের কাছে জানতে চান, রাহুল গান্ধী তাঁর ‘প্রিয় দেশ’ (চিন)-এ কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেন, ‘এ কিসের সম্পর্ক?’
এর আগে রাহুল গান্ধী বলেছিলেন, চিনে প্রতি ২৪ ঘণ্টায় ৫০ হাজার মানুষ চাকরি পান। সেখানে ভারতে প্রতি ২৪ ঘণ্টায় চাকরি পান ৪৫০ জন। সম্বিৎ পাত্র প্রশ্ন করেছেন, ‘‘ইনি চিনের ভাড়া করা লোকের মত সর্বত্র চিনের বিজ্ঞাপন করে বেড়ান কেন?’’
বিজেপি-র আক্রমণের জবাবে কংগ্রেস বলেছে, ‘‘ বিচলিত প্রধানমন্ত্রী ও বিহ্বল বিজেপি পবিত্র ধর্মীয় তীর্থযাত্রা নিয়ে বিদ্রূপ করে নিজেদের সংকীর্ণ ঘৃণাপূর্ণ মানসিকতা প্রকাশ করে ফেলেছে।’’
কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইটারে লিখেছেন, ‘‘একজন বিচলিত প্রধানমন্ত্রী ও বিহ্বল বিজেপি রাহুল গান্ধীর মহাকৈলাশের উদ্দেশে পবিত্র ধর্মীয় তীর্থযাত্রা নিয়ে বিদ্রূপ করে নিজেদের সংকীর্ণ ঘৃণাপূর্ণ মানসিকতা প্রকাশ করে ফেলেছে। এই পবিত্র যাত্রাকে হনিমুন ট্যুরিজম বলে উল্লেখ করে বিজেপি হিন্দু বিশ্বাসে নোংরা আঘাত এনেছে।’’
তিনি বলেছেন, ‘‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিজেপি এরকম সস্তা রাজনীতি করতে গিয়ে ভগবান শিব ও মাতা পার্বতীর যাত্রাকে অপমান করছে। আমরা প্রার্থনা করি যে মহাদেব ওঁদের আলোর পথ দেখান ও তাঁদের হৃদয় ও আত্মাকে এধরনের নোংরা ঘৃণার কলুষ থেকে মুক্ত করুন।’’