কংগ্রেস প্রধান রাহুল গান্ধী আজকের লোকসভার অনাস্থা অধিবেশনে ধারালো আক্রমন করেছেন NDA সরকারকে। তবে শেষটায় যে চমক অপেক্ষা করছিল, তার আন্দাজ পান নি কেউই। বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে এগিয়ে গেলেন, এবং 'জুমলা' নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার কয়েক মিনিটের মধ্যেই সোজা জড়িয়ে ধরলেন তাঁকে। রাহুলের এই কাণ্ডে দৃশ্যতই রীতিমত হতবাক মোদী। অবশ্য সামলে নিয়ে রাহুলের সঙ্গে করমর্দন করলেন তিনি। আর নিজের সিটে ফিরে গিয়ে চোখ টিপলেন রাহুল। ব্যস, আর কোন সংশয় রইল না।
প্রধানমন্ত্রীর প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন না করেই বিজেপি এবং আরএসএসকে তুলোধনা করলেন রাহুল। বিজেপিকে ধন্যবাদ জানালেন, তাঁকে "কংগ্রেসি এবং হিন্দু" হওয়ার মানে বোঝানোর জন্য। "আপনি আমাকে পাপ্পু বলতে পারেন, আরও অনেক নাম দিতে পারেন, কিন্তু আমি আপনাকে ঘৃণা করিনা," বর্ষাকালীন অধিবেশনে বক্তব্য রাখার পর বললেন রাহুল।
বক্তব্য রাখার দরুণ রাহুল প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণকেও একহাত নেন রাফায়েল চুক্তি নিয়ে। মোদীর দিকে সরাসরি তাকিয়ে রাহুল বলেন, "প্রধানমন্ত্রী হাসছেন ঠিকই, কিন্তু তিনি নার্ভাস তা বেশ বোঝা যাচ্ছে এবং আমার থেকে চোখ ঘুরিয়ে নিচ্ছেন। উনি আমার চোখের দিকে তাকাতে পারছেন না কেন, তা আমি বুঝতে পারছি। প্রধানমন্ত্রী সত্যবাদী হতে পারেন না আমি বুঝি।"
আরও পড়ুন, Parliament Monsoon Session 2018 Day 3 Live Update: ভাষণ শেষে মোদিকে আলিঙ্গন রাহুলের
মোদী সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলির উল্লেখ করে রাহুল দেশে ঘটে যাওয়া দাঙ্গার ঘটনায় সরকারের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "কংগ্রেস, মোদী ও অমিত শাহের মধ্যে পার্থক্য হল আমরা ক্ষমতা হারানোর ভয় করি না। কিন্তু প্রধানমন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সম্পাদকের ক্ষমতা হারানোর সামর্থ্য নেই। কারণ তখন যা যা তাঁরা করেছেন সবটা তাঁদের বিরূদ্ধে যাবে। ভয় পাচ্ছেন তাঁরা। আর তাঁদের ভয়টাই সারা ভারত জুড়ে প্রতিফলিত হচ্ছে।"