রাহুল গান্ধীর বিমানের যান্ত্রিক গোলযোগ কি ইচ্ছাকৃত? এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কংগ্রেস শিবির। বরং গোটা ঘটনার পিছনে ষড়যন্ত্রের আভাসই দেখতে পাচ্ছে কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার সকালে মাঝআকাশে ওড়ার কিছুসময় পরই নয়াদিল্লি-হুবলি বিশেষ বিমানে যান্ত্রিক গোলমাল দেখা যায়। ওই বিমানেই হুবলি যাচ্ছিলেন রাহুল। মাঝআকাশে আচমকাই বিমানটি বাঁ দিকে হেলে যায়। ক্রমাগত বিমানে ঝাঁকুনি হতে থাকে, সেইসঙ্গে বিকট শব্দও শোনা যায়। কাঁপতে কাঁপতে বিমানটি নিচের দিকে নেমে আসতে থাকে। অনেক কষ্টে কোনওরকমে সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ হুবলিতে অবতরণ করে রাহুলের বিমান। এ নিয়ে কর্নাটক পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন রাহুল ঘনিষ্ঠ কুশল বিদ্যার্থী।
Complaint to the DG&IG of Police, Karnataka, regarding the serious malfunction of the aircraft carrying Congress President @RahulGandhi pic.twitter.com/P3RJwkWOMR
— Congress (@INCIndia) April 26, 2018
রাহুলের বিমান সফরে কীভাবে এমনটা ঘটল,তা তদন্ত করে দেখার জন্য আর্জি জানিয়েছেন তিনি। অভিযোগে জানানো হয়েছে, আবহাওয়া অনুকূল ছিল, ঝোড়ো হাওয়া বইছিল না, তা সত্ত্বেও এমনটা হল কীভাবে। বিমানের অটোপাইলট মোড কাজ করছিল না বলেও কর্নাটকের ডিজিকে অভিযোগে জানানো হয়েছে।
আরও পড়ুন, মোদি শুধু নিজের পদ নিয়েই ব্যস্ত, ফের প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের
ওই বিমানে কংগ্রেস সভাপতি ছাড়াও ছিলেন কুশল বিদ্যার্থী ও একজন এসপিজি অফিসার। সকাল ৯টা ২০ মিনিটে বিমানটি আকাশে ওড়ে বলে জানা গেছে। কর্নাটকের ডিজিকে অভিযোগে বলা হয়েছে, সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ আচমকাই বিমানটি বাঁ দিকে হেলে যায়। হঠাৎই কাঁপতে কাঁপতে বিমানটি নিচের দিকে নেমে আসে। একইসঙ্গে বিকট আওয়াজ হতে থাকে। তৃতীয়বারের চেষ্টায় অবশেষে সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ হুবলি বিমানবন্দরে অবতরণ করে রাহুলের বিমান।
আরও পড়ুন, দিল্লির সরকার মানুষের কথা শোনে এবং সেইমতো সিদ্ধান্ত নেয়ঃ প্রধানমন্ত্রী মোদি
অন্যদিকে কর্নাটকের ডিজির কাছে অভিযোগে বলা হয়েছে, রাহুলের বিমানের অটোপাইলট মোড কাজ করছিল না। পরে ম্যানুয়াল মোডে নিয়ে গিয়ে নিরাপদে বিমান অবতরণ করান পাইলট। বিমানের এই অবস্থা দেখে বিমানকর্মীরাও ভীত হয়ে পড়েন বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন, INDIAN EXPRESS EXCLUSIVE: মৌন মোদিকে নিয়ে সরব মনমোহন
গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে বলে ডিজিসিএ সূত্রে জানা গেছে। তবে উড়ানে অটোপাইলট মোড বন্ধ হয়ে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয় বলেই জানিয়েছে জিজিসিএ। যেকোনও ভিআইপি-র বিমানের ক্ষেত্রেই পূর্ণাঙ্গ তদন্ত করে ডিজিসিএ।
আরও পড়ুন, ফের বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল আলজেরিয়া সেনাবাহিনীর বিমান
ইতিমধ্যেই বিমানটির পাইলটের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।