Advertisment

Rahul Gandhi On Mahakumbh Stampede: মহাকুম্ভে মৃত্যুমিছিল, মোদী-যোগীকে তুলোধোনা রাহুল-অখিলেশের

Rahul Gandhi On Mahakumbh Stampede: 'ভিআইপি সংস্কৃতির অবসান হওয়া উচিত...' মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় ক্ষোভ উগড়ে দিলেন রাহুল গান্ধী। যোগী সরকারের উপর ক্ষুব্ধ অখিলেশ যাদবও।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mahakumbh Stampede

'ভিআইপি সংস্কৃতির অবসান হওয়া উচিত...' রাহুল Photograph: (ফাইল ছবি)

Rahul Gandhi On Mahakumbh Stampede:  'ভিআইপি সংস্কৃতির অবসান হওয়া উচিত...' মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় ক্ষোভ উগড়ে দিলেন  রাহুল গান্ধী।  যোগী সরকারের উপর ক্ষুব্ধ অখিলেশ যাদবও। 

Advertisment

মঙ্গলবার রাতে প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জন। আহত হয়েছে বহু পূন্যার্থী। এই ঘটনায় আগেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মোদী সরকারের বিরুদ্ধেই দুর্ঘটনার যাবতীয় দায় চাপালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, সাধারণ পূন্যার্থীদের তুলনায় ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশি মাথা ঘামিয়েছে প্রশাসন। আর সেই কারণেই ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব মহাকুম্ভের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন। রাহুল গান্ধী আরও বলেন, তীর্থযাত্রীদের জন্য আরও ভালো ব্যবস্থা করা উচিত ছিল প্রশাসনের।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, "প্রয়াগরাজের দুর্ঘটনার খবর অত্যন্ত হৃদয়বিদারক। সাধারণ তীর্থযাত্রীদের চেয়ে ভিআইপিদের  অগ্রাধিকার দেওয়াই এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী।" তিনি আরো বলেন যে এই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। যাতে না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। ভিআইপি সংস্কৃতি বন্ধ করা উচিত এবং তীর্থযাত্রীদের জন্য আরও ভালো ব্যবস্থা করা উচিত।"

Advertisment

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, "আজকের ঘটনার পর, ভক্তদের আস্থা ফিরিয়ে আনতে মহাকুম্ভের ব্যবস্থা সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া উচিত।" তিনি বলেন, দুর্ঘটনার যাবতীয় দায়ভার নিয়ে যোগী সরকারের পদত্যাগ করা উচিত।"

 

Mahakumbh 2025
Advertisment