Advertisment

‘মি টু’ ক্যাম্পেন নিয়ে এবার সরব রাহুল গান্ধী

‘মি টু’ ক্যাম্পেনকে দু’হাত তুলে সমর্থন জানালেন রাহুল। শুধু তাই নয়, মহিলাদের কীভাবে সম্মান করা উচিত, তা সকলের শেখা দরকার বলেও মন্তব্য করেছেন সোনিয়া পুত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul gandhi, রাহুল গান্ধী

রাহুল গান্ধী, ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

এবার কার পালা? ‘মি টু’ ক্যাম্পেনে রোজই যৌন হেনস্থায় অভিযুক্তদের নতুন নাম সামনে আসছে। সেই বিতর্কে এবার সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ‘মি টু’ ক্যাম্পেনকে দু’হাত তুলে সমর্থন জানালেন রাহুল। শুধু তাই নয়, মহিলাদের কীভাবে সম্মান করা উচিত, তা সকলের শেখা দরকার বলেও মন্তব্য করেছেন সোনিয়া পুত্র। বলিপাড়ার নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের বিস্ফোরক অভিযোগ সামনে আসার পরই রোজই যৌন হেনস্থার অভিযোগে কারও না কারও নাম উঠে আসছে। সেই ‘মি টু’ ক্যাম্পেনে চাঞ্চল্যকর ভাবে যৌন হেনস্থার অভিযুক্তদের তালিকায় উঠে এসেছে এম জে আকবরের নাম। যিনি বর্তমানে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী।

Advertisment

উল্লেখ্য, যৌন হেনস্থার অভিযোগে দলের মন্ত্রীর নাম উঠে আসায় লোকসভা ভোটের মুখে বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়াবাহিনী। তাঁর দফতরের প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ প্রসঙ্গে মুখ খোলেননি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সেখানে শেষমেশ ‘মি টু’ ক্যাম্পেনে রাহুল গান্ধীর সরব হওয়াকে অন্য চোখেই দেখছে রাজনৈতিক মহল। এম জে আকবরের বিরুদ্ধে কমপক্ষে ৭ জন মহিলা যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। যা সামনে আসার পরই কোমরবেঁধে মাঠে নেমে পড়েছে কংগ্রেস। ইতিমধ্যেই আকবরের পদত্যাগের দাবি তুলেছে কংগ্রেস। এম জে আকবরই দেশের প্রথম কোনও রাজনৈতিক নেতা, যাঁর নাম ‘মি টু’ ক্যাম্পেনে উঠে এসেছে।

আরও পড়ুন, নানা পাটেকরের বিরুদ্ধে এফআইআর করলেন তনুশ্রী দত্ত

এম জে আকবর ছাড়াও ‘মি টু’ ক্যাম্পেনে অভিযুক্তদের তালিকায় নাম উঠে এসেছে এআইবি আর্টিস্ট তন্ময় ভাট, কমেডিয়ান উৎসব চক্রবর্তী, ‘কুইন’ ছবির পরিচালক বিকাশ বহেল, লেখক চেতন ভগত, ডিএনএ-র প্রাক্তন সম্পাদক গৌতম অধিকারী, নানা পাটেকর, অলোক নাথ। ইতিমধ্যেই অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এ ঘটনায় বি-টাউনের অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন।

national news rahul gandhi
Advertisment