Advertisment

Rahul Gandhi On Mohan Bhagwat: 'ভাগবতের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সমান, অন্য দেশ হলে গ্রেফতার হতেন', সংবিধানের অপমানে গর্জে উঠলেন রাহুল

Mohan Bhagwat Constitution Remarks Row: ভাগবতের বক্তব্য 'রাষ্ট্রদ্রোহিতা'র সমান, অন্য দেশ হলে গ্রেফতার হতেন' বলে উল্লেখ করেছেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, "ভাগবত তাঁর বক্তৃতার মধ্য দিয়ে ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে উপেক্ষা এবং সংবিধানের অপমান করেছেন"।

author-image
IE Bangla Tech Desk
New Update
Mohan Bhagwat Constitution Remarks Row:

'ভাগবতের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সমান, অন্য দেশ হলে গ্রেফতার হতেন', সংবিধানের অপমানে গর্জে উঠলেন রাহুল Photograph: (ফাইল ছবি)

Rahul Gandhi On Mohan Bhagwat: 'ভারত ১৯৪৭ সালে প্রকৃত স্বাধীনতা পায়নি'। মোহন ভাগবত 'এহেন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সমান' বলে উল্লেখ করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আরএসএস প্রধানের বক্তব্যের কড়া সমালোচনা করে বিরোধী দলনেতা বলেন, "ভাগবতের এই মন্তব্যের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের অপমান এবং সংবিধানের উপর আক্রমণ করা হয়েছে"। 

Advertisment

মোহন ভাগবতের বক্তব্যকে 'রাষ্ট্রদ্রোহিতা' বলে উল্লেখ করেছেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, "ভাগবত তাঁর বক্তৃতার মধ্য দিয়ে ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে উপেক্ষা এবং সংবিধানের অপমান করেছেন"।

'রাম মন্দির তৈরির পরে ভারত সত্যিকারের স্বাধীনতা পেয়েছে', পাশাপাশি ওই দিনটিকে  ‘প্রতিষ্ঠা দ্বাদশী’ হিসেবে উদযাপন করার দাবি জানানোর পরই আরএসএস প্রধান মোহন  ভাগবতের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাহুল গান্ধী। তিনি বলেন, "মোহন ভাগবত তাঁর বক্তব্যের মধ্য দিয়ে  সংবিধানকে  সরাসরি আক্রমণ করেছেন"। 

রাহুল গান্ধী বলেন, "মোহন ভাগবতের সাহস আছে প্রতি ২-৩ দিন অন্তর স্বাধীনতা সংগ্রাম এবং সংবিধান সম্পর্কে তাঁর মতামত প্রকাশ করার। তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে সংবিধান এবং স্বাধীনতা সংগ্রাকে অবৈধ বলে মন্তব্য করছেন । এটা নিঃসন্দেহে রাষ্ট্রদোহিতা। অন্য কোন দেশ হলে গ্রেফতার হতেন ভাগবত।  আমাদের দেশের স্বাধীনতা এবং প্রতিটি ভারতীয়ের প্রতি এই ধরণের বক্তব্য অসম্মানের । যদি এই বিবৃতি অন্য কোনও দেশে দেওয়া হত, তাহলে ভাগবতকে গ্রেপ্তার করা হত"। পাশাপাশি ভাগবতকে সতর্ক করে রাহুল বলেন, ‘এইসব বাজে কথা শোনা বন্ধ করার সময় চলে এসেছে। বিজেপি ও আরএসএস দেশের কণ্ঠস্বর চূর্ণ করতে চায়'।

Advertisment

মোহন ভাগবতের বক্তব্য সম্পর্কে রাহুল গান্ধী বলেন, "তার বক্তব্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামকেও অস্বীকার করে"। তিনি বলেন, এই ধরনের বক্তব্য দিয়ে ভাগবত দেশের ইতিহাস এবং ঐতিহ্যের অপমান করছেন। এই ধরণের বিবৃতির বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আবেদন করেন রাহুল গান্ধী।

rahul gandhi
Advertisment