/indian-express-bangla/media/media_files/2025/01/15/f0Z4B1HoFXPoc4s0rWma.jpg)
কলকাতার অভিজাত এলাকা থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ, তদন্তে লালবাজারের গোয়েন্দারা Photograph: (ফাইল ছবি)
Latest News in West Bengal Updates: গল্ফগ্রীন খুন মহিলা। খাটের নিচ থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত মৃতদেহ। গল্ফগ্রীন থানার রাজেন্দ্র কলোনী এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় মহিলার দেহ। শরীরের একাধিক ধারালো অস্ত্রের চিহ্ন একেবারে স্পষ্ট। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করা হয়েছে ওই মহিলাকে।স ঘটনার তদন্তে গলফগ্রীন থানার পুলিশ। মহিলার পরিচিতদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে লালবাজারের গোয়ান্দারা।
ব্যাঙ্কশাল কোর্ট থেকে জামিন মঞ্জুর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে জেলমুক্তি রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রেসিডেন্সি জেল মুক্তি পান বালু। এরপর একটি গাড়ি করে সল্টলেকের বাড়িতে এসে পৌঁছান প্রাক্তন খাদ্যমন্ত্রী। পরণে ছিল সবুজ পাঞ্জাবি। বাবাকে আনতে হাজির হয়েছিলেন মেয়ে প্রিয়দর্শিনী। সংবাদ মাধ্যমের সামনে এদিন আদালতের শর্ত মেনে মুখ খোলেননি তিনি। এদিকে প্রিয় নেতার জেলমুক্তির খবরে বাড়ির সামনে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় চোখে পড়েছে।
গোয়ালপোখরে গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী। পাঞ্জিপাড়ায় জাতীয় সড়কের ধারে ২ আসামীকে নিয়ে ফেরার সময় হামলার ঘটনা ঘটেছে। পুলিশকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি। ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ ফেরার সময় গাড়ি থামাতেই গুলি চালানোর ঘটনা ঘটে। আহত দুই পুলিশকর্মীকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামী ছিনিয়ে নিয়ে যেতেই পুলিশকে লক্ষ্য করে গুলি, প্রাথমিক ভাবে এমনটাই জানা গিয়েছে। পলাতক এক আসামী। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।
মমতার দেখানো পথেই হাঁটবে মোদী সরকার? বাজেটে লক্ষ্মীভাণ্ডারের মত প্রকল্পের ঘোষণা?
মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন-কাণ্ডে মৃত প্রসূতি মামনি রুইদাসের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে। রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে ‘মাল্টি অরগ্যান ফেলিওর’ (শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়া) এবং ‘সেপটিক শক’ (সংক্রমণজাত অভিঘাত)-কে চিহ্নিত করা হয়েছে।
এদিকে, বাঘাযতীনের হেলে পড়া ফ্ল্যাট-বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে আচমকা বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির ওই চারতলার ফ্ল্যাট বাড়িটি একদিকে হেলে পড়ে। তবে এবার সেই বহুতলটি সম্পূর্ণ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুরসভা, পুলিশ, দমকল আধিকারিকদের তদারকিতে চলছে ফ্ল্যাট-বাড়ি ভাঙার কাজ। এদিকে, ফ্ল্যাট-বাড়ি ভাঙার খবর শুনে উদ্বিগ্ন বাসিন্দারা ছুটে আসেন। গুরুত্বপূর্ণ সব নথিপত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
আরও পড়ুন 'বম্ব চার্জ করব, বুঝবে মজা', তৃণমূলেরই অন্য বিধায়কের অনুগামীদের হুমকি বিধায়ক অখিলের
এবার পূর্ব মেদিনীপুরে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। প্রাক্তন কারামন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি প্রকাশ্যে বোমা ছোঁড়ার হুঁশিয়ারি দিলেন তাঁরই দলের অন্য বিধায়কের অনুগামীদের। অখিল গিরির হুমকি শুনে রীতিমতো কটাক্ষ জুড়ে দেন পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক গোষ্ঠীর লোকজন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে অখিল গিরিকে প্রকাশ্য রাস্তায় আঙুল উঁচিয়ে বেশ কিছু মন্তব্য করতে শোনা গিয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
-
Jan 15, 2025 19:35 IST
West Bengal News Live: গল্ফগ্রীন খুন মহিলা
গল্ফগ্রীন খুন মহিলা। খাটের নিচ থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত মৃতদেহ। গল্ফগ্রীন থানার রাজেন্দ্র কলোনী এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় মহিলার দেহ। শরীরের একাধিক ধারালো অস্ত্রের চিহ্ন একেবারে স্পষ্ট। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করা হয়েছে ওই মহিলাকে।স ঘটনার তদন্তে গলফগ্রীন থানার পুলিশ। মহিলার পরিচিতদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে লালবাজারের গোয়ান্দারা।
-
Jan 15, 2025 18:38 IST
West Bengal News Live: ১৪ মাস পরে সল্টলেকের বাড়িতে বালু, উচ্ছ্বাস কর্মী সমর্থকদের
ব্যাঙ্কশাল কোর্ট থেকে জামিন মঞ্জুর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে জেলমুক্তি রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রেসিডেন্সি জেল মুক্তি পান বালু। এরপর একটি গাড়ি করে সল্টলেকের বাড়িতে এসে পৌঁছান প্রাক্তন খাদ্যমন্ত্রী। পরণে ছিল সবুজ পাঞ্জাবি। বাবাকে আনতে হাজির হয়েছিলেন মেয়ে প্রিয়দর্শিনী। সংবাদ মাধ্যমের সামনে এদিন আদালতের শর্ত মেনে মুখ খোলেননি তিনি। এদিকে প্রিয় নেতার জেলমুক্তির খবরে বাড়ির সামনে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় চোখে পড়েছে।
-
Jan 15, 2025 18:25 IST
West Bengal News Live: কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ১
মালদার কালিয়াচকে নওদা যদুপুর এলাকায় তৃণমূল কর্মী খুন এবং অঞ্চল সভাপতি ও প্রাক্তন প্রধানের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করলো পুলিশ। ব্রিজের নাম আমির হামজা। বুধবার ধৃতকে মালদা আদালতে পেশ করেছে পুলিশ।এদিকে এদিন নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়া নয়াবস্তি এলাকা সকাল থেকেই জনশূন্য ছিল। বন্ধ ছিল বিভিন্ন দোকান, বাজার হাট। সকাল থেকেই দফায় দফায় টহল দিয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী
-
Jan 15, 2025 17:35 IST
West Bengal News Live: গোয়ালপোখরে গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী
গোয়ালপোখরে গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী। পাঞ্জিপাড়ায় জাতীয় সড়কের ধারে ২ আসামীকে নিয়ে জেলে ফেরার সময় হামলার ঘটনা ঘটেছে। পুলিশকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি। ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ ফেরার সময় গাড়ি থামাতেই গুলি চালানোর ঘটনা ঘটে। আহত দুই পুলিশকর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
Jan 15, 2025 16:49 IST
West Bengal News Live:মাধ্যমিক চলাকালীন ছুটি পাবেন না শিক্ষক-শিক্ষাকর্মীরা
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছুটি পাবেন না শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা। একথা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। একমাত্র ছুটি পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত কারণ পর্ষদের কাছে যথাযোগ্য বলে মনে হলে তবেই তাঁরা ছুটি পাবেন। শিক্ষক-শিক্ষিকা কিংবা শিক্ষা কর্মীদের সন্তান মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হলে ছুটি পাওয়া যাবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণ্য নথি তাঁদের জমা করতে হবে। এছাড়াও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মীদের ছুটি নেওয়ার ক্ষেত্রে আরও কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
-
Jan 15, 2025 16:20 IST
West Bengal News Live:ঝুলে রইল ২৬ হাজার চাকরিপ্রাপকের ভবিষ্যৎ
SSC মামলায় পরবর্তী শুনানি ২৭ জানুয়ারি। সুপ্রিম কোর্টে ঝুলে রইল ২৬ হাজার চাকরিপ্রাপকের ভবিষ্যৎ। আজও আলাদা করা গেল না বৈধ-অবৈধ চাকরিপ্রাপকদের। 'যেন যোগ্যরা বঞ্চিত না হন'। SSC মামলায় শীর্ষ আদালতে আবেদন গ্রুপ C-র চাকরি প্রাপকদের আইনজীবীর। 'দুর্নীতি করে কাদের চাকরি, সেটা গুরুত্বপূর্ণ', বলল সুপ্রিম কোর্ট। আলাদা করে তদন্ত চান গ্রুপ সি চাকরি প্রাপকরা।
-
Jan 15, 2025 15:32 IST
West Bengal News Live:নাম না করে কুণালকে বার্তা
আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামা শিল্পীদের একাংশকে বয়কটের ডাক দিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দলের নেতার শিল্পীদের বয়কট-মন্তব্যকে ভালোভাবে নেননি সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি জানিয়েছিলেন, কুণাল ঘোষের মন্তব্যে তাঁর সায় নেই। আজ সেই শিল্পীদের বয়কট ইস্যুতে ফের একবার নিজের আগের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে 'সেবাশ্রয়' স্বাস্থ্য শিবির পরিদর্শনে গিয়ে একটি প্রশ্নের উত্তরে তিনি এদিন বলেন, "আমি যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি তিনি বয়কট,ভেঙে দাও, গুঁড়িয়ে দাওয়ের রাজনীতিতে বিশ্বাস করেন না।"
-
Jan 15, 2025 14:09 IST
West Bengal News Live: জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক
রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার কলকাতার বিচার ভবন জামিন দিল প্রাক্তন মন্ত্রীকে।
-
Jan 15, 2025 13:59 IST
West Bengal News Live: মঙ্গলের পর বুধেও মেদিনীপুর মেডিক্যাল কলেজে জিজ্ঞাসাবাদ সিআইডির
মঙ্গলবারের পর বুধবারও স্যালাইন-কাণ্ডে মেদিনীপুর মেডিক্যাল কলেজে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দীর ঘরে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির দুই আধিকারিক। অধ্যক্ষের ঘরের সামনে কয়েকজন চিকিৎসককে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনের বোতল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই স্যালাইন থেকেই প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
-
Jan 15, 2025 12:45 IST
West Bengal News Live: গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করবে কেন্দ্র? কী বললেন পুরীর শঙ্করাচার্য?
পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী বলেছেন, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়া উচিত। কিন্তু তাঁর মতে, এটা তখনই সম্ভব যখন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। সোমবার মকর সংক্রান্তির প্রাক্কালে মেলা পরিদর্শনে এসে শঙ্করাচার্য এ কথা বলেন।
-
Jan 15, 2025 12:19 IST
West Bengal News Live: চাকরির টোপ দিয়ে ধর্ষণ, কাঠগড়ায় হরিয়ানা বিজেপি সভাপতি
চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ! অভিযোগ উঠল হরিয়ানার বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে। থানায় দুই অভিযুক্তের নামে এফআইআর দায়ের করেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী হরিয়ানার বাসিন্দা। তাঁকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
-
Jan 15, 2025 12:08 IST
West Bengal News Live: 'বিষ-স্যালাইন' কাণ্ড নিয়ে কী বললেন অভিষেক?
মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনায় কারও গাফিলতি থাকলে কঠোর শাস্তি হওয়া উচিত বলেই মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। "প্রাণের চেয়ে বেশি কিছু নয়। কারও ভুলে যদি প্রসূতির মৃত্যু ঘটে তাঁর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। এমন ব্যবস্থা নেওয়া উচিত সেটা যেন দৃষ্টান্ত হয়ে যায়।" বললেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
-
Jan 15, 2025 12:06 IST
West Bengal News Live: দলের শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়: অভিষেক
"দলের শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। বুথস্তরের কর্মীকেও দলের শৃঙ্খলা মানতে হবে। আমাকেও দলের সাধারণ সম্পাদক হিসেবে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা ভাববে আমরাই সর্বেসর্বা-কেউকেটা তাদের তৃণমূলে স্থান নেই। যারা ভাবছে এলাকা দখল করে দল চালাব, তাদের কপালে বিপদ আছে। এই একই ভুল সিপিএএ করত। একই ভুল অন্য জেলায় বিজেপি করেছে।" বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
-
Jan 15, 2025 12:05 IST
West Bengal News Live: গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে: অভিষেক
"গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। পরিবারেও ঝগড়া থাকে। একটা এত বড় রাজনৈতিক দল। লক্ষের উপর দলের পদাধিকারী। এত বড় পরিবার। সেখানে দু'চারজনের মধ্যে মতবিরোধ, মতভেদ, মনোমালিন্য থাকতেই পারে। এটা স্বাভাবিবক। এটা পরিবার, সংসারের নিয়ম। তবে তার মানে এই নয় যে আমি যা ইচ্ছে করে বেড়াব। যদি কেউ দলকে দুর্বল করতে চায় তার বিরুদ্ধে আগেও দলের শৃঙ্খলারক্ষা কমিটি ব্যবস্থা নিয়েছে, আগামীদিনেও নেবে। কেউ কোনও অপরাধ করলে পুলিশ ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে যুক্ত থাকুক কাউকে রেয়াত করা হবে না। কোনও সরকার জ্যোতিষী নয় যে আগে থেকে জেনে যাবে। একটা ঘটনার পর পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে।" বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
-
Jan 15, 2025 12:01 IST
West Bengal News Live: দুলাল সরকার খুন নিয়ে মুখ খুললেন অভিষেক
"মালদার দুলাল সরকারের ঘটনায় তৃণমূলের একজন গ্রেপ্তার হয়েছেন। ৩৪ বছরে সিপিএমের জমানায় সিপিমের কোনও নেতা গ্রেপ্তার হয়েছেন? গুজরাতে বিজেপির কোনও নেতা গ্রেপ্তার হন? প্রশাসনকে মুখ্যমন্ত্রী বলেছেন তদন্তে তদন্তের মতো এগোবে। কেউ কোনও অপরাধ করলে ছাড় পাবে না। এটা মুখ্যমন্ত্রী বলেছেন। অপরাধীর কোনও জাত, ধর্ম হয় না। আগামীদিনেও ব্যবস্থা নেব।" মালদায় তৃণমূল নেতা খুনে প্রতিক্রিয়া অভিষেকের।
-
Jan 15, 2025 11:41 IST
West Bengal News Live: তৃণমূলনেতা খুনে বিস্ফোরক দলেরই বিধায়ক
১২ দিন আগে খুন হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি ও কাউন্সিলর বাবলা সরকার, এবার খুন হলেন অঞ্চল সভাপতি বকুল শেখ। মালদায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে নৃশংস খুনের ঘটনাকে অমানবিক বললেন সুজাপুরের তৃণমূল বিধায়ক আব্দুল গণি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তৃণমূল বিধায়ক বলেন, "অমানবিক, অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনা। দ্বন্দ্ব এতটা বেশি আমার জানা ছিল না। রাজনীতির নোংরা আবহে সময় কটাতে হচ্ছে। কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মালদার পুলিশ সুপারের সঙ্গে কথা বললাম।"
বিস্তারিত পড়ুন- Malda News: 'নোংরা রাজনীতি, দ্বন্দ্ব এত বেশি জানতাম না', পরপর তৃণমূলনেতা খুনে বিস্ফোরক দলেরই বিধায়ক -
Jan 15, 2025 11:24 IST
West Bengal News Live: নজর আজ সুপ্রিম কোর্টে
আজ সুপ্রিম কোর্টে ভাগ্য নির্ধারণ হতে চলেছে রাজ্যের ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর। কলকাতা হাইকোর্টের নির্দেশে এদের চাকরি চলে যায়। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিল হয়ে যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরি হারানো শিক্ষক-শিক্ষাকর্মীরা। আজ সেই মামলার শুনানি।
-
Jan 15, 2025 10:39 IST
West Bengal News Live: ঝঞ্ঝা কেটে ফের কনকনে শীত বঙ্গে!
পশ্চিমী ঝঞ্ঝার বাধা আজই কেটে যাচ্ছে। ঝঞ্ঝার বাধা কাটতে শুরু করার পরেই উত্তুরে হাওয়া ফের গতি পাবে। তারই জেরে ফের একবার পারদ পতনের সম্ভাবনা প্রবল। কোনও কোনও জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
-
Jan 15, 2025 10:27 IST
West Bengal News Live: স্যালাইন কাণ্ডে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদের
মেদিনীপুরে স্যালাইন-কাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। স্যালাইন কাণ্ডে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। জেপি নাড্ডার হস্তক্ষেপ চেয়ে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর।
-
Jan 15, 2025 09:55 IST
West Bengal News Live: 'বাংলার বাড়ি' প্রাপকদের থেকে মোটা টাকা আদায় পঞ্চায়েতের
‘বাংলার বাড়ি’ (Banglar Bari) প্রকল্পে পঞ্চায়েতকে ‘নাক গলাতে’ নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পরেও মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞাকে অমান্য পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েতের। 'ডেভেলপমেন্ট ফি' বাবদ তৃণমূল কংগ্রেস পরিচালিত ওই পঞ্চায়েতগুলি 'বাংলার বাড়ি' প্রকল্পের সরকারি অনুদান-প্রাপকদের কাছ থেকে ৫০০- ১০০০ টাকা করে আদায় করেছে বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসেছে ব্লক ও জেলা প্রশাসন। জেলাশাসক আয়েষা রানি এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বিস্তারিত পড়ুন
-
Jan 15, 2025 09:27 IST
West Bengal News Live: ব্রিটেনের মন্ত্রিত্ব ছাড়লেন হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিকী
৬ মাস আগে বাংলাদেশে গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শেখ হাসিনা। এবার ব্রিটেনের মন্ত্রিপদ ছাড়লেন বোনঝি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। ব্রিটেনে সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
-
Jan 15, 2025 09:23 IST
West Bengal News Live: পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরও ৭টি ওষুধ সরানোর নির্দেশ
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরও ৭টি ওষুধকে সমস্ত হাসপাতাল থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। এই ৭টি ওষুধের পরিবর্তে হাসপাতালগুলিকে ২টি ওষুধ অন্য কোম্পানি সরবরাহ করবে।
-
Jan 15, 2025 09:09 IST
West Bengal News Live: দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট গ্রেফতার
দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া রাষ্ট্রপতি ইউন সুক ইওল গ্রেফতার। বুধবার সেদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন তিনি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন বর্তমান রাষ্ট্রপতিকে আটক করা হয়েছে।
-
Jan 15, 2025 08:57 IST
West Bengal News Live: বাঘাযতীনের হেলে পড়া ফ্ল্যাট-বাড়ি ভাঙার কাজ শুরু
বাঘাযতীনের হেলে পড়া ফ্ল্যাট-বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে আচমকা বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির ওই চারতলার ফ্ল্যাট বাড়িটি একদিকে হেলে পড়ে। তবে এবার সেই বহুতলটি সম্পূর্ণ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুরসভা, পুলিশ, দমকল আধিকারিকদের তদারকিতে চলছে ফ্ল্যাট-বাড়ি ভাঙার কাজ। এদিকে, ফ্ল্যাট-বাড়ি ভাঙার খবর শুনে উদ্বিগ্ন বাসিন্দারা ছুটে আসেন। গুরুত্বপূর্ণ সব নথিপত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
-
Jan 15, 2025 08:57 IST
West Bengal News Live: কীভাবে মৃত্যু প্রসূতির, স্যালাইন কাণ্ডে প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট
মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন-কাণ্ডে মৃত প্রসূতি মামনি রুইদাসের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে। রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে ‘মাল্টি অরগ্যান ফেলিওর’ (শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়া) এবং ‘সেপটিক শক’ (সংক্রমণজাত অভিঘাত)-কে চিহ্নিত করা হয়েছে।