Advertisment

অনিল অম্বানির মিডলম্যান মোদী: রাহুল গান্ধী

‘‘রাফাল চুক্তির ১০ দিন আগে কী করে জানলেন অনিল অম্বানি? জবাব দিন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী, বিদেশ সচিব, হ্যাল, কেউই জানল না, অথচ অনিল অম্বানি জেনে গেলেন!’’

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi, Narendra Modi

বিজেপির শেষ বাজেটের থেকেও কিছুটা বেশি বামপন্থী প্রতিশ্রুতি শোনাতে পেরেছে কংগ্রেস

রাফাল নিয়ে মোদীর বিরুদ্ধে ক্রমশই সুর চড়াচ্ছেন রাহুল গান্ধী। এয়ারবাসের এক ই-মেলকে সামনে এনে এবার আরও বিস্ফোরক দাবি করলেন রাগা। রাফাল চুক্তির ১০ দিন আগেই বরাত পাবেন বলে জেনে গিয়েছিলেন অনিল অম্বানি, এমন দাবিই তুললেন কংগ্রেস সভাপতি। এদিন রাহুল বলেন, ‘‘অনিল অম্বানির মিডলম্যান হিসেবে কাজ করেছেন নরেন্দ্র মোদী। এই ই-মেল দেখলেই তা বোঝা যাবে। রাফাল চুক্তির ১০ দিন আগে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন অনিল অম্বানি। তিনিই যে বরাত পাচ্ছেন, সেকথাও বলেছিলেন অম্বানি। একথা লিখেছেন এয়ারবাসের এক আধিকারিক।’’

Advertisment

এ প্রসঙ্গে রাহুল এদিন বলেন, ‘‘রাফাল চুক্তির ১০ দিন আগে কী করে জানলেন অনিল অম্বানি? জবাব দিন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী, বিদেশ সচিব, হ্যাল, কেউই জানল না, অথচ অনিল অম্বানি জেনে গেলেন! এটা যদি সত্যি হয়, তবে মোদী গোপনীয়তার আইন(অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট) লঙ্ঘন করেছেন।’’ রাহুল আরও বলেছেন, ‘‘প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে অন্য কাউকে জানাচ্ছেন। জাতীয় নিরাপত্তায় বিপদ ডেকে এনেছেন। একজন চর যেমন আচরণ করেন, ঠিক তেমনটাই উনি করেছেন।’’

আরও পড়ুন, বিস্ফোরক নথি! “৩০ হাজার কোটি টাকা চুরি করেছেন মোদী”

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চের চতুর্থ সপ্তাহে প্যারিসে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর দফতরে গিয়ে দেখা করেছিলেন অম্বানি। সেসময় ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টাদের সঙ্গে বৈঠকও করেন অম্বানি। এর কিছুদিন পরই রাফাল চুক্তি ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ খবর প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসে।

অন্যদিকে, রাহুলের এদিনের অভিযোগ প্রসঙ্গে সরব হয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ। আইনমন্ত্রী বলেছেন, ‘‘অন্যান্য যুদ্ধবিমান সরবরাহকারী সংস্থার প্রতিনিধি হিসেবে কাজ করছেন রাহুল। কোথা থেকে উনি পেলেন এয়ারবাসের ই-মেল?’’

যদিও রাহুল গান্ধীর দাবি উড়িয়ে দিয়েছে রিলায়েন্স ডিফেন্স। যে ই-মেলকে সামনে এনে এদিন কংগ্রেস সভাপতি রাফাল নিয়ে মোদীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন, সেটিতে যে মউ স্বাক্ষরের কথা বলা হয়েছে তার সঙ্গে রাফাল যুদ্ধবিমানের কোনও যোগ নেই। এয়ারবাস হেলিকপ্টার নিয়েই এই ই-মেলটি করা হয়েছিল বলে জানানো হয়েছে রিলায়েন্স ডিফেন্সের তরফে।

Read the full story in English

PM Narendra Modi rahul gandhi
Advertisment