Rahul Gandhi on Smriti Irani: লোকসভা ভোটের লড়াই শেষ! শপথ নিয়েছে তৃতীয় মোদী সরকার। তাও আমেঠি নিয়ে লড়াই অব্যাহত। কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এবং বিজেপি নেত্রী স্মৃতি ইরানিকে নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় রাজনৈতিক মহলে। আসলে শুক্রবার (১২ জুলাই) রাহুল গান্ধী এক্স-এ একটি পোস্টের মাধ্যমে বলেছেন, "প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করা উচিত নয়"। রাহুল দলের নেতাদের এই কাজ থেকে বিরত থাকার আর্জি জানিয়েছেন। তিনি বলেন, "গণতন্ত্রে জয়-পরাজয় আছে"……।
রাহুলের এই বক্তব্যের পালটা বিবৃতি দিয়েছে বিজেপ। এই ধরণের বিবৃতি 'শিশু সুলভ আচরণ' বলে কটাক্ষ করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি আরও বলেছেন, স্মৃতিই সেই নেত্রী, যার কাছে কংগ্রেস নেতাকে হেরে আমেঠি ছেড়ে যেতে হয়েছিল।
স্মৃতি ইরানি সম্প্রতি দিল্লিতে অবস্থিত তার সরকারি বাসভবন খালি করেছেন। এরপর সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে কটূক্তি ও পোস্ট করেন অনেকে। স্মৃতি ইরানি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে আমেঠি আসন থেকে হেরেছেন, তারপরে তিনি তার সরকারী বাসভবন খালি করেছেন। বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসের কিশোরী লাল শর্মার কাছে পরাজিত হন তিনি । লোকসভা নির্বাচনে পরাজয়ের পরেও স্মৃতি ইরানিকে প্রবল কটূক্তির মুখে পড়তে হয়।
আরও পড়ুন - < Bagda By Election: দাদা-বোনের জমজমাট লড়াই, বাগদায় শান্তনুর মুখ পুড়িয়ে শেষ হাসি হাসবেন মধুপর্ণাই? >
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, "স্মৃতি ইরানি বা অন্য কোনো নেতার বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করা উচিত নয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে তিনি বলেন, "মানুষকে হেয় করা ও অপমান করা দুর্বলতার লক্ষণ, শক্তির নয়।"
রাহুল গান্ধীকে পাল্টা আঘাত করল বিজেপি
একই সময়ে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য রাহুল গান্ধীকে পাল্টা আঘাত করেন। তিনি জবাবে লেখেন, "কংগ্রেস নেতার কাছ থেকে এই ধরণের পোস্ট কেউ আশা করে না। কংগ্রেস শিয়ালের দল। যে মহিলার কাছে রাহুলের দম্ভ চূর্ণ হয়ে গিয়েছিল, তাকে সরাসরি হারাতে না পেরে এখন অন্য কথা বলছেন রাহুল গান্ধী। এটাই রাহুলের শিশু সুলভ বুদ্ধির পরিচয়"।