Advertisment

Rahul Gandhi: হাথরসের পথে রাহুল, কথা বলে ত্রুটি খোঁজার তোড়জোড়, রক্তচাপ বাড়ছে যোগী প্রশাসনের

মঙ্গলবার হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে মহিলা-শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জন। ৮০ হাজারের অনুমতি থাকলেও সৎসঙ্গের অনুষ্ঠানে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিলেন। 'ভোলে বাবার' পায়ের ধুলো নেওয়ার ভিড়েই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
hathras stampede, up hathras stampede, stampede in up, stampede in hathras, hathras stampede death toll, death toll, up, hathras news, yogi adityanath, up cm, judicial probe, bhole baba, bhole baba followers, preacher, up news, indian express"

আজ বিরোধী দল নেতা রাহুল গান্ধী হাথরসে যাবেন।

Hathras Stampede: মঙ্গলবার হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে মহিলা-শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জন। ৮০ হাজারের অনুমতি থাকলেও সৎসঙ্গের অনুষ্ঠানে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিলেন। 'ভোলে বাবার' পায়ের ধুলো নেওয়ার ভিড়েই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। এদিকে আজ বিরোধী দল নেতা রাহুল গান্ধী হাথরসে যাবেন। দেখা করবেন সৎসঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে। পাশাপাশি তিনি সেখানে পৌঁছে আহতদের সঙ্গেও দেখা করে গোটা বিষয় জানার চেষ্টা করবেন।

Advertisment

হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে দুর্ঘটনায় উত্তরপ্রদেশ সরকার ৩ সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। তদন্ত কমিশনের নেতৃত্বে থাকবেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি (অবসরপ্রাপ্ত) ব্রজেশ কুমার শ্রীবাস্তব। কমিশনকে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এবং রিপোর্ট জমা দিতে হবে।

আরও পড়ুন : < Hathras stampede: মৃতদেহে প্রাণ ফেরাতেন ‘ভোলে বাবা’, চাঞ্চল্যকর দাবিতে শোরগোল দেশজুড়ে >

কংগ্রেসের সাধারণ সম্পাদক ভেনুগোপাল বলেছেন, রাহুল গান্ধী আজ দুর্ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন। হাথরাসে দুর্ঘটনায় শোক প্রকাশ করে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেছেন, “এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা"। একই সময়ে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী হাথরাসে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং এই মর্মান্তিক ঘটনার জন্য কে দায়ী সে প্রশ্নও তুলেছেন।মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার হাথরাসে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় 'ষড়যন্ত্রের' গন্ধ পেয়েছেন। তড়িঘড়ি এই বিষয়ে তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

CONGRESS rahul gandhi Hathras Case
Advertisment