Advertisment

নোটবন্দি নিয়ে মোদীর উদ্দেশে তোপ দাগলেন রাহুল গান্ধী

বুধবার রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, তারা পুরনো ৫০০ এবং ১০০০ টাকার মোট ৯৯.৩ শতাংশ ফেরত পেয়েছে। যার মোট মূল্য ১৫.৩১ লক্ষ কোটি টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া হিসেবকে পুঁজি করে নরেন্দ্র মোদীর উদ্দেশে আক্রমণ শানালেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, নোটবন্দির ফলে শুধুমাত্র নরেন্দ্র মোদীর বন্ধুরাই লাভবান হয়েছেন। নয়া দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমুদ্রাকরণ করেছিলেন শুধু তাঁর ১৫-২০ জন পুঁজিপতি বন্ধুর লাভের উদ্দেশ্য। নোটবন্দির সেটাই ছিল উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর বন্ধুরা নোটবন্দির সুযোগ নিয়ে কালো টাকা সাদা করে নিয়েছেন। এর পুরোটাই একটা স্ক্যাম।’’

Advertisment

নোটবাতিলের পুরো আইডিয়াকেই উপহাস করেছেন কংগ্রেস প্রধান। বলেছেন, এর ফলে অর্থনীতি ব্যাপক ধাক্কা খেয়েছে। রাহুল বলেছেন, ‘‘প্রধানমন্ত্রীকে এই বিমুদ্রাকরণ নিয়ে দেশের যুবকদের কাছে জবাবদিহি করতে হবে, যে বিমুদ্রাকরণের জন্য জিডিপি-র হার ২ শতাংশ কমেছে এবং কোটি কোটি চাকরি ক্ষতিগ্রস্ত হয়েছে।’’

আরও পড়ুন, এলো না কালো টাকা, কমল না নগদের ব্যবহার; নোট বাতিলের খতিয়ান

বুধবার রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, তারা পুরনো ৫০০ এবং ১০০০ টাকার মোট ৯৯.৩ শতাংশ ফেরত পেয়েছে। যার মোট মূল্য ১৫.৩১ লক্ষ কোটি টাকা। ২০১৬ সালের নভেম্বরের ৮ তারিখ, বিমুদ্রাকরণ লাগুর দিন বাজারে ৫০০ ও ১০০০ টাকার যে নোট বাজারে ছিল, তার মূল্য ১৫,৪১৭ লক্ষ কোটি টাকা।

এর অর্থ হল, পাঁচশো এবং হাজার টাকার নোটে স্রেফ ১০,৭২০ কোটি টাকা ফেরত আসে নি, যেখানে না আসার কথা ছিল তিন লক্ষ কোটির ওপর কালো টাকা।

RBI Demonetisation rahul gandhi narendra modi
Advertisment