অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে কবে? এই প্রশ্নটা অনেকের মাথাতেই ঘুরপাক খাচ্ছিল। বৃষ্টির জন্য অপেক্ষার অবসান কি আজই ঘটছে? আবহাওয়া দফতরের পূর্বাভাসে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিকেল ৫টা থেকে সন্ধে ৬টার মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতরের ওয়েবসাইট মারফৎ জানা গেছে। রাজ্যের ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারেও বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন,কাঠুয়ার ঘটনার প্রতিবাদে মিছিলে হাঁটলেন কলকাতায় পড়ুয়ারা
অন্যদিকে নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরেও কালবৈশাখির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সন্ধে ৬টা থেকে ৭টার মধ্যে রাজ্যের এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতেও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন,দেশে আবারও নোটের আকাল, কে কী ট্যুইট করলেন?
বাংলা নতুন বছরের শুরুতেই গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি বলে জানা গেছে।