বিধানসভা ভোটের আগে ভোটব্যাঙ্ক লড়াইয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন রাজস্থানের মন্ত্রী ধনসিং রাওয়াত। কংগ্রেস মুসলিমদের দল, আর বিজেপিকে ভোট দেওয়ার জন্য জোটবদ্ধ হতে পারেন হিন্দুরা, এমনই মন্তব্য করেছেন রাজস্থানের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী ধনসিং রাওয়াত। যা নিয়ে ভোটের আবহে বিতর্ক শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি সভায় ভাষণ দিতে গিয়ে রাওয়াত বলেছেন,‘‘যদি মুসলিমরা একজোট হয়ে কংগ্রেসকে ভোট দিতে পারেন, তবে হিন্দুরাও একজোট হতে পারেন বিজেপির জন্য এবং বড় ব্যবধানে জিততে পারে।’’
রাজস্থানের ওই মন্ত্রীর মুখে এমন কথাও শোনা গিয়েছে যে, বিজেপি এমন একটা দল, যা দেশের ‘সনাতন সংস্কৃতি’র রক্ষাকর্তা। অন্যদিকে রাওয়াত এও বলেছেন যে, কংগ্রেস ‘মুসলিমদের দল’। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, ১৯৫১-এর দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টের ১২৫ নং ধারায় বানসারা কোতওয়ালি থানায় সোমবার রাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে ওই থানার সার্কেল অফিসার ঘনশ্যাম শর্মা বলেন,‘‘এমন মন্তব্যের জন্য রাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে গত ২৭ অক্টোবর তিনি এমন কথা বলেছিলেন। জেলা প্রশাসনের থেকে অভিযোগ পাওয়ার পরই রাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।’’
আরও পড়ুন, শবরীমালা মন্দিরে যেতে চান অমিত শাহ!
এ ঘটনায় রাজস্থানের মুখ্য নির্বাচনী আধিকারিক আনন্দ কুমার বলেন,‘‘উনি যা বলেছেন, এটা নির্বাচনী বিধিভঙ্গ। এজন্য ওঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’’
রাওয়াতের এহেন বক্তব্য প্রসঙ্গে মুখ খুলেছেন সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া। তিনি বলেন,‘‘হিন্দু-মুসলিম বলে কেউ নন, সকলেই ভোটার এবং একজন ভোটারের কোনও জাত নেই। নিজের মন যাঁকে সায় দেবে, তাঁকেই ভোট দেওয়া উচিত।’’ তিনি আরও বলেন যে, দেশের উন্নয়নে যিনি সাহায্য করবেন, তাঁকেই ভোট দিন।
এ বছরের ৭ ডিসেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। বসুন্ধরা রাজের সরকারের প্রত্যাবর্তন ঘটবে নাকি ক্ষমতা বদল হবে, তা জানা যাবে আগামী ১১ ডিসেম্বর।
Read the full story in English