কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর পথে বিজেপিতে যোগ দিয়ে তাঁর মতোই হাওড়ার এই বিজেপি নেতাকে 'জেড' শ্রেণির নিরাপত্তা দিয়েছে মোদী সরকার। সোমবার থেকেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা মোতায়েন হয়েছেন। এর আগে রাজ্যের নিরাপত্তা পেতেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে। রবিবার রাত থেকেই তাঁর বাড়িতে মোতায়েন হয়েছেন বাহিনীর জওয়ান ও আধিকারিকরা। বিজেপির দাবি, যে ভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর শুভেন্দু অধিকারীর ওপর হামলার চেষ্টা হয়েছে তাতে রাজীববাবুকে দ্রুত নিরাপত্তা দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল।
রাজীব ছাড়াও বিজেপিতে যোগদানকারী বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীর চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ ও পার্থসারথী চট্টোপাধ্যায় ওয়াই শ্রেণির নিরাপত্তা পেতে পারেন বলে খবর।
রাজ্যে বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান কোনও নতুন নয়। আদি নেতা হোন বা তৃণমূলত্যাগী, প্রত্যেকেই কেন্দ্রের নিরাপত্তা পেয়েছেন। সেই তালিকায় এবার যোগ হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামও। উল্লেখ্য, শনিবার বিশেষ বিমানে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পরদিন রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বাংলায় এবার পদ্ম ফুটবে বলে হুঁশিয়ারি দিয়ে 'চলো পাল্টাই'-এর ডাক দেন রাজীব। তারপরই কেন্দ্রীয় নিরাপত্তার পেলেন এই নেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন