একের পর এক যৌন হেনস্থার অভিযোগ তুলে 'মি টু' মুভমেন্টে রোজই কেউ না কেউ সামিল হচ্ছেন। এবার সেই 'মি টু' মুভমেন্টের নাম নিয়েই রাজনীতির ময়দানে কংগ্রেসকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। লোকসভা ভোটে কংগ্রেস জোটকে দুরমুশ করতে এবার বিরোধীদের অভিনব উপায়ে বার্তা দিলেন রাজনাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কংগ্রেসের সঙ্গে যাঁরা হাত মেলাবেন, তাঁদের এমন অবস্থা হবে না তো, যে পরে কংগ্রেসের প্রতারণার শিকার হয়ে সব বিরোধীরা ‘#মিটু’ ক্যাম্পেনে আওয়াজ তুলবেন?
শনিবার হায়দরাবাদে যুব বিজেপির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের এভাবেই সতর্ক করেছেন রাজনাথ। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। উনিশের ভোটযুদ্ধে কংগ্রেস-সহ বিরোধী ঐক্যে ভাঙন ঘটাতেই রাজনাথের এমন বাণী বলে মত রাজনৈতিক মহলের। তাই কার্যত সতর্কতার সুরেই বিরোধীদের এদিন রাজনাথ বলেছেন যে, কংগ্রেসের সঙ্গে মহাজোট করার পর প্রতারণার শিকার হতে পারেন তাঁরা।
আরও পড়ুন: উনিশের ভোটযুদ্ধে বিহারে এনডিএ-র ঘরে কি দ্বন্দ্ব?
উল্লেখ্য, কর্মক্ষেত্রে যৌন হেনস্থার ঘটনা এড়াতে বিশেষ মন্ত্রিগোষ্ঠী তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। ওই মন্ত্রিগোষ্ঠীর শীর্ষে রয়েছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কর্মক্ষেত্রে যৌন হেনস্থার সঙ্গে যুক্ত বিষয়গুলির দিকে নির্দেশিত বর্তমান আইনি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি কীভাবে আরও মজবুত করা যায় এবং বর্তমান ব্যবস্থাগুলিকে কীভাবে আরও যথাযথ উপায়ে কার্যকর করা যায়, সে ব্যাপারে সুপারিশ করবে এই মন্ত্রিগোষ্ঠী।
Read the full story in English