এলাহাবাদের নাম বদলে 'প্রয়াগরাজ', বিরোধিতায় কংগ্রেস

এলাহাবাদের নাম পাল্টে করা হবে প্রযাগরাজ। খুব শীঘ্রই সে শহরের নাম বদল করা হবে বলে ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার উত্তর প্রদেশ সরকারের এহেন সিদ্ধান্তের বিরোধিতায় আওয়াজ তুলল কংগ্রেস।

এলাহাবাদের নাম পাল্টে করা হবে প্রযাগরাজ। খুব শীঘ্রই সে শহরের নাম বদল করা হবে বলে ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার উত্তর প্রদেশ সরকারের এহেন সিদ্ধান্তের বিরোধিতায় আওয়াজ তুলল কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
yogi adityanath, যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবিঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

স্টেশনের নাম হোক কিংবা শহর, নাম বদলের ধারা অব্যাহত। এবার বিজেপির সেই তালিকায় এলাহাবাদ। এলাহাবাদের নাম পাল্টে করা হবে প্রযাগরাজ। খুব শীঘ্রই সে শহরের নাম বদল করা হবে বলে ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার উত্তর প্রদেশ সরকারের এহেন সিদ্ধান্তের বিরোধিতায় আওয়াজ তুলল কংগ্রেস।

Advertisment

রবিবার কংগ্রেসের তরফে জানানো হয় যে, নাম বদল হলে এলাহাবাদের ইতিহাসের ওপর প্রভাব পড়বে। স্বাধীনতার সময় থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এলাহাবাদ। সেই ঐতিহ্যের কথা মাথায় রেখেই নাম বদলের বিরোধিতা জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। এ প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র ওঙ্কার সিং বলেন যে, যদি সরকার একান্তই চায় নামবদল, তবে আলাদা শহর গড়ে তার নাম প্রয়াগরাজ করা হোক। কিন্তু এলাহাবাদের নাম বদল করা উচিত নয় বলেই মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে ওঙ্কার সিং আরও বলেন যে, গান্ধীর যুগ ও স্বাধীনতার সময় থেকেই এলাহাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৮৮৮, ১৮৯৩ ও ১৯১০ সালে সেখানে কংগ্রস মহা অধিবেশন হয়েছে, যা স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে উল্লেখযোগ্য। এ শহর থেকেই দেশ তার প্রথম প্রধানমন্ত্রী পেয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, যে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় তার পরিচিতি হারাবে যদি নাম বদলে প্রয়াগরাজ বিশ্ববিদ্যালয় করা হয়।

আরও পড়ুন: পাক মন্ত্রিসভায় যোগ দিন সিধু, কটাক্ষ বিজেপির

Advertisment

অন্যদিকে, সে রাজ্যের বিজেপি মুখপাত্র মনোজ মিশ্র বলেন, "রাজ্যের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে বিচার করেই এই ঘোষণা করা হয়েছে।" তিনি আরও বলেন, মুঘল সম্রাট আকবরের চিহ্ন মুছে ফেলে একটা ঐতিহাসিক নাম দেওয়া ভাল সিদ্ধান্ত।

শনিবার এলাহাবাদ গিয়ে যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, খুব শীঘ্রই সে শহরের নাম বদলে প্রয়াগরাজ রাখা হবে। এমনকি এ বিষয়ে তিনি রাজ্যপালের অনুমোদনও পেয়েছেন বলে দাবি করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

Read the full story here in English:Congress opposes renaming of Allahabad to Prayagraj

bjp CONGRESS national news yogi adityanath