Advertisment

স্বয়ংসেবকদের কোনও পার্টির হয়ে কাজ করতে বলা হয় না: মোহন ভাগবত

তিনি বলেন, ‘মুক্ত’ বলে এখন যে শব্দটা চলছে আর এস এস তাকে সমর্থন করে না। সম্প্রতি বিজেপি যে ‘কংগ্রেস মুক্ত ভারত’ গড়ার ডাক দিয়েছে, সেই প্রেক্ষিতে মোহন ভাগবতের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

author-image
IE Bangla Web Desk
New Update
mohon bhagwat, মোহন ভাগবত

মোহন ভাগবত, ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

আর এস এস তার স্বয়ংসেবকদের কখনও কোনও নির্দিষ্ট পার্টির হয়ে কাজ করতে বলে না। বরং তাঁদের পরামর্শ দেয় যেসব দল জায়ীয় স্বার্থে কাজ করছে, তাদের পাশে দাঁড়ানোর। বিজেপি প্রসঙ্গে কথা বলতে গিয়ে আর এস এস প্রধান মোহন ভগবত এ কথা বলেছেন।

Advertisment

সংবাদসংস্থা পিটিআই মোহন ভাগবতকে উদ্ধৃত করেছে। ‘‘আমরা স্বয়ংসেবকদের কোনও নির্দিষ্ট পার্টির হয়ে কাজ করতে বলু না, তাদের বলি যারা জাতীয় স্বার্থে কাজ করছে তাদের সঙ্গে থাকতে। আর এস এস রাজনীতি থেকে দূরে থাকে, কিন্তু জাতীয় স্বার্থের বিষয়ে আর এস এসের দৃষ্টিভঙ্গি রয়েছে।’’

আরও পড়ুন, একাকী সিংহকে শিকার করতে পারে জংলি কুকুরের দল: মোহন ভাগবত

ভাগবত এদিন জোর দিয়ে বলেন, ক্ষমতার কেন্দ্রকে সংবিধানের আওতার মধ্যেই থাকা উচিত এবং যারা তা করে না, তারা ভুল করে বলেই মনে করে আর এস এস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আয়োজিত তিন দিনের কনক্লেভের দ্বিতীয় দিনে মোহন ভাগবত আর এস এসের কর্মপদ্ধতি ও বিজেপির কর্মপদ্ধতি পৃথক করার কথা বলেন। প্রসঙ্গত বিজেপি দল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষনেতারা আর এস এসের অধীন হিসেবেই মনে করা হয়ে থাকে।

আর এস এস আয়োজিত এই তিন দিনের কনক্লেভের নাম দেওয়া হয়ছে, ‘ভবিষ্য কা ভারত- অ্যান আর এস এস পার্সপেক্টিভ’। এদিনের বক্তব্যে মোহন ভাগবত স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বলেন, ‘মুক্ত’ বলে এখন যে শব্দটা চলছে আর এস এস তাকে সমর্থন করে না। সম্প্রতি বিজেপি যে ‘কংগ্রেস মুক্ত ভারত’ গড়ার ডাক দিয়েছে, সেই প্রেক্ষিতে মোহন ভাগবতের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহন ভাগবত এদিন বলেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কর্তৃত্বের ব্যাপারে উন্মুখ নয় এবং কারা ক্ষমতায় এল সে নিয়ে তারা নিস্পৃহও বটে।

bjp RSS
Advertisment