Advertisment

ফের পড়ল টাকার দাম, আবার নতুন রেকর্ড

মাসের শেষে একদিকে চাহিদা বাড়ছে মার্কিন ডলারের। তার সাথে পাল্লা দিয়ে কমছে ভারতে বিদেশি বিনিয়োগের মাত্রা। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন টাকার দাম পড়ার পেছনে রয়েছে অপরিশোধিত তেলের দাম বাড়ার মতো ঘটনাও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বৃহস্পতিবারও মার্কিন ডলারের তুলনায় কমছে ভারতীয় টাকার দাম

বৃহস্পতিবার আরও কমল টাকার দাম। রেকর্ড পতনের রেকর্ডটাই বিগত এক মাসে বদলেছে বারবার। মার্কিন ডলার প্রতি ২৩ পয়সা কমল ভারতীয় টাকার দাম। এখন  এক নতুন করে রেকর্ড পতনের পর ডলারের ভারতীয় মূল্য ৭০.৮২ টাকা।

Advertisment

মাসের শেষে একদিকে চাহিদা বাড়ছে মার্কিন ডলারের। তার সাথে পাল্লা দিয়ে কমছে ভারতে বিদেশি বিনিয়োগের মাত্রা। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন টাকার দাম পড়ার পেছনে রয়েছে অপরিশোধিত তেলের দাম বাড়ার মতো ঘটনাও। হু হু করে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে অপরিশোধিত তেলের। এসব কারণেই  কমছে ভারতীয় টাকার মূল্য।

আরও পড়ুন, এলো না কালো টাকা, কমল না নগদের ব্যবহার; নোট বাতিলের খতিয়ান

বুধবার শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় টাকার দাম কমে দাঁড়িয়েছিল ছিল ডলার পিছু ৭০.৫৯ টাকা। বৃহস্পতিবার সকালে সামান্য বেড়ে তা দাঁড়ায় ডলার পিছু ৭০.৫৭ টাকা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের কমে ৭০.৮২টাকাতে তে গিয়ে দাঁড়াল।

indian currency dollar
Advertisment