scorecardresearch

মহারাষ্ট্রের কুর্সিতে ফের রদবদল? বিস্ফোরক দাবি সঞ্জয় রাউতের

মহারাষ্ট্রে ২০২৪ সালে বিধানসভা নির্বাচন।

Sanjay Raut
সঞ্জয় রাউত

মহারাষ্ট্রের কুর্সিতে রদবদলের জল্পনা উসকে দিলেন শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে সংগঠনের মুখপাত্র সঞ্জয় রাউত। তিনি দাবি করেছেন, বিরোধী দলনেতা অজিত পাওয়ারের পাখির চোখ এখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সি। একইসঙ্গে রাউতের দাবি, একনাথ শিণ্ডেকে ইতিমধ্যেই ব্যাগ গুছোতে বলা হয়েছে। রাউত আরও জানিয়েছেন, অজিত পাওয়ার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলে শিবসেনা তাঁকে শুভেচ্ছা জানাবে।

এর একদিন আগেই অজিত পাওয়ার জানিয়েছেন, ২০২৪ সালের নির্বাচনের আগেই তিনি মহারাষ্ট্র সরকারের মুখ্যমন্ত্রীর পদ দাবি করতে পারেন। অজিত পাওয়ারের এই বক্তব্যের পরই উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা জানিয়েছে, এনসিপি নেতার বার্তা থেকেই পরিষ্কার যে শিণ্ডে সরকারের শেষের দিন চলে এসেছে।

এই প্রসঙ্গে শনিবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে শিবসেনার (ইউবিটি) প্রধান মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন, ‘অজিত পাওয়ার যা বলেছেন, তাতে একনাথ শিণ্ডে এবং তার শিবিরের কাছে একটা স্পষ্ট বার্তা গিয়েছে। শিণ্ডেকে তাঁর ব্যাগ গুছিয়ে নিতে বলেছে বিজেপি। আর সেই কারণেই শিণ্ডে হঠাৎ চুপচাপ থাকছেন। বিজেপি অজিত পাওয়ারকে মুখ্যমন্ত্রীর পদ দিতে পারে, এই জল্পনা নিয়ে শোনাই যাচ্ছে না, এমন স্বরে কথা বলছেন।’

শুক্রবার, সাকাল গ্রুপ আয়োজিত এক সাক্ষাত্কার দিতে গিয়ে অজিত পাওয়ার বলেছিলেন, ‘শুধু ২০২৪ সালেই নয়। আমি এখনও মুখ্যমন্ত্রীর পদে দাবি করতে প্রস্তুত।’ তার প্রেক্ষিতে রাউত বলেন, ‘তিনি যদি মুখ্যমন্ত্রী পদের দাবি করতে চান, তবে আমাদের শুভকামনা তাঁর সঙ্গে থাকল। তাঁর উচ্চাকাঙ্ক্ষার যুক্তিযুক্ত উপসংহারে যাওয়া আমরা আটকাতে পারি না। তাঁকে তাঁর ভাগ্য পরীক্ষা করতে দিন। আমাদের শুভকামনা তাঁর সঙ্গে থাকল।’

আরও পড়ুন- হুগলি নদীর নীচ দিয়ে কলকাতা-হাওড়া মেট্রোবন্ধন, কতটা সুখের হবে যাত্রা?

শনিবার জলগাঁওয়ে এক সাংবাদিক বৈঠকে রাউত বলেন, ‘কিছু লোক মুখ্যমন্ত্রী হয়েছিলেন। যদিও তাঁরা সেই পদের উপযুক্ত ছিলেন না। ভাগ্য তাঁর সহায় হলে অজিত পাওয়ার নিশ্চিতভাবেই মুখ্যমন্ত্রী হবেন। অজিত পাওয়ারের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। দীর্ঘ সময়ের জন্য তাঁর উপমুখ্যমন্ত্রী থাকার রেকর্ড আছে।’

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Sanjay raut says that eknath shinde has been told to pack his bags