লোকসভা ভোটের আগে তৃণমূলে ফের ধাক্কা। বিজেপিতে যোগ দিলেন শঙ্কুদেব পণ্ডা। সোমবার বিজেপিতে যোগ দিলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শঙ্কুদেব। উনিশের ভোটের লড়াইয়ের মুখে বিজেপিতে শঙ্কুদেবের যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। প্রসঙ্গত, চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল শঙ্কুদেবের।
অন্যদিকে, এদিন বিজেপিতে যোগ দিলেন বর্ষিয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, ক’দিন আগেই মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। তারও কিছুদিন পর বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন একদা মমতা ঘনিষ্ঠ প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। বিজেপিতে যোগ দিয়েই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন ওই প্রাক্তন আধিকারিক।
আরও পড়ুন, তৃণমূলের ঘরে বড় ভাঙন, মুকুল রায়ের হাত ধরে বিজেপি-তে সাংসদ সৌমিত্র খাঁ
একসময়ের তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়ের হাত ধরে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন তৎকালীন বিধায়ক সৌমিত্র খাঁ। ফের বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়কে ধরেই পা রাখলেন পদ্ম শিবিরে। সৌমিত্র খাঁ-র বিজেপিতে যোগদানের পরই তৃণমূল তাঁকে বহিষ্কার করে। অতীতে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদ থেকে সৌমিত্র খাঁ-কে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসানো হয়েছিল। সেই পদেও তখন সৌমিত্রকে অভিষিক্ত করেছিলেন মুকুল রায়।
আরও পড়ুন, বিজেপিতে ভারতী ঘোষ, দলে যোগ দিয়েই মমতার প্রতি আক্রমণাত্মক প্রাক্তন আইপিএস
অন্যদিকে, একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত প্রাক্তন আইপিএস ভারতী ঘোষও ক’দিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় ভারতী ‘জঙ্গলমহলের মা’ বলে ডাকতেন, সেই ভারতীই পদ্ম বাহিনীর পতাকা হাতে তুলে মমতাকে নিশানা করেছেন। উল্লেখ্য, এক সময় মমতা প্রশাসনের অতি বিশ্বাসভাজন অফিসার হওয়া সত্ত্বেও পরবর্তীকালে ভারতীর প্রতি বিরূপ হন মুখ্যমন্ত্রী। আর এরপরই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন রাষ্ট্রপুঞ্জে কাজের অভিজ্ঞতা সম্পন্ন অফিসার ভারতী ঘোষ। এই মুহূর্তে ভারতী ঘোষ ও তাঁর স্বামী এম. ভি. রাজুর বিরুদ্ধে মামলা রয়েছে পুলিশের খাতায়। অতীতে তাঁদের বাড়িতেও হানা দিয়েছে সিআইডি।