সিনিয়র বিজেপি নেতা যশবন্ত সিংয়ের পুত্র তথা প্রাক্তন বিধায়ক মানবেন্দ্র সিং বুধবার কংগ্রেসে যোগ দিলেন। উল্লেখযোগ্য, রাজস্থানে বিধানসভা ভোট ডিসেম্বর মাসেই।
৫৪ বছরের মানবেন্দ্র ২০১৩ সালে বিধানসভা ভোটে বারমের শেও বিধানসভা কেন্দ্র থেকে ভোট জিতেছিলেন। গত মাসেই বিজেপি-র এক সভায় তিনি দলত্যাগের কথা ঘোষণা করেছিলেন। সে সভায় তিনি শ্লোগান তুলেছিলেন কমল কে ফুল, বড়ি ভুল।
আরও পড়ুন, ‘অপুষ্টিতে ভোগা মেয়েদের’ গর্বা নাচের ভিডিও টুইট করলেন বিজেপি নেত্রী
কংগ্রেস নেতাদের বক্তব্য, মানবেন্দ্র সিং দলে আসার ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজপুত ভোট নিজেদের পক্ষে আসবে। রাজস্থানের মন্ত্রী তথা বিজেপি নেতা রাজেন্দ্র রাঠোর অবশ্য দাবি করেছেন, মানবেন্দ্র সিং বারমের-জয়শলমীর এলাকার ভোটে কোনও প্রভাব ফেলবে না।
সংবাদসংস্থা পিটিআই রাজেন্দ্র রাঠোরকে উদ্ধৃত করেছে। ‘‘কংগ্রেসের কোনও আশা নেই। ফলে তারা বিজেপি-র সাইডলাইন হয়ে যাওয়া বিজেপি নেতাদের ধরেছে। এটা ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু এটা রাজনৈতিক ভাবে ভুল সিদ্ধান্ত। উনি এ থেকে কিছুই পাবেন না।’’
রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শচীন পাইলট মানবেন্দ্র সিংকে দলে স্বাগত জানিয়েছেন, বলেছেন এর ফলে পার্টি শক্তিশালী হবে। তিনি বলেন, ‘‘বিজেপি ছাড়া নেতাদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। পার্টির উচিত কেন এ ধরনের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা।’’ তিনি একইসঙ্গে বলেন, মানবেন্দ্র যাতে আসন্ন ভোটে কার্যকরী ভাবে যোগদান করেন সে ব্যাপারে দল নিশ্চিত করবে।
পশ্চিম রাজস্থানে রাজপুত ভোট বেশ কয়েকটি আসনে নির্ধারক শক্তি বলে মনে করা হয়।
মানবেন্দ্র সিং দলে যোগ দেওয়ায় রাজপুরোহিত, চারণ এবং প্রজাপত গোষ্ঠীর সমর্থন পাবে বলে মনে করছে কংগ্রেস।
Read the Full Story English