Advertisment

'হিন্দুত্বের প্রতি দায়বদ্ধ', ওয়েইসির জোট প্রস্তাব উড়িয়ে বললেন উদ্ধব

দিন কয়েক আগেই শিবসেনার সঙ্গে দলের জোট গড়ার প্রস্তাব দিয়েছিলেন এআইএমআইএম মুখপাত্র ইমতিয়াজ জলিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Shiv Sena chief Uddhav Thackeray rejects AIMIM’s alliance offer, says committed to Hindutva

ওয়েইসির জোট প্রস্তাব ওড়ালেন উদ্ধব।

ওয়েইসির দলের সঙ্গে জোটে যেতে রাজি নয় শিবসেনা। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসির দলের জোট-প্রস্তাব ওড়ালেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Advertisment

মহারাষ্ট্রের ক্ষমতাসীন মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি (এমভিএ) সরকারের সঙ্গে ওয়েইসির দলের জোটের প্রস্তাবকে বিজেপির 'ষড়যন্ত্র' বলে পাল্টা তোপ দেগেছেন উদ্ধব। শিবসেনা হিন্দুত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে ফের একবার স্পষ্ট করেছেন উদ্ধব ঠাকরে। এআইএমআইএম-এর মতো দলের সঙ্গে কখনই জোট করবেন না বলে জানিয়ে উদ্ধব বলেন, ''যারা ঔরঙ্গজেবের সমাধিতে মাথা নত করে তাদের সঙ্গে জোট নয়।''

এর আগে গত শনিবার এআইএমআইএম মুখপাত্র ইমতিয়াজ জলিল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন, ‘মহা বিকাশ আগাড়ির সঙ্গে জোট বাঁধতে আমরা প্রস্তুত। বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে ক্ষমতা থেকে দূরে রাখতেই এই উদ্যোগ।’ এক্ষেত্রে উত্তরপ্রদেশে ভোট সমীকরণের উদাহরণ টেনে এনে জলিল আরও বলেছিলেন, ‘বিএসপি সাংসদরা এআইএমআইএমের সঙ্গে জোটে আগ্রহী ছিলেন। আমরাও চেষ্টা করেছিলাম। কিন্তু মায়াবতীজি জোট চাননি। সবাই জানে ফলাফল কী হয়েছে।’

আরও পড়ুন- ‘বাংলায় হেরেছে বলেই গায়ে জ্বালা’, ইডি-র তলবে দিল্লি যাওয়ার আগে বিজেপিকে তোপ অভিষেকের

আগাগোড়া হিন্দুত্ববাদী একটি রাজনৈতিক দল শিবসেনা। বালাসাহেব ঠাকরের সেই আদর্শ নিয়েই দল চালাচ্ছেন তাঁর ছেলে উদ্ধব ঠাকরে। কয়েক দশক বিজেপির সঙ্গেই জোটে ছিল শিবসেনা। তবে পরবর্তী সময়ে কেন্দ্রের শাসকদলের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকে যাওয়ায় সেই বন্ধুত্বে ছেদ পড়ে। শিবসেনা-বিজেপি জোট ভেঙে যায়। পরবর্তী সময়ে কংগ্রেস, এনসিপি-কে নিয়ে মহারাষ্ট্রে সরকার গড়ে শিবসেনা। সেই সরকারের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

ওয়েইসির দল হাত বাড়ানোর ইচ্ছা প্রকাশ করতেই সেনার অন্দরে অস্বস্তি তৈরি হয়। পুরোপুরি হিন্দু মতাদর্শে বিশ্বাসী এমন একটি দলের সঙ্গে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থানকারী একটি দলের জোট গড়ার ইচ্চাপ্রকাশকে বিজেপির 'চাল' বলেই দেখছেন উদ্ধব ঠাকরে। এআইএমআইএম-এর মতো দলের সঙ্গে শিবসেনার জোট কখনই হতে পারে না বলে সাফ জানিয়ে দিয়েছেন উদ্ধব ঠাকরে।

Read story in English

Uddhav Thackeray Asaduddin Owaisi AIMIM shiv sena
Advertisment