Advertisment

'পাশে আছি', ধর্মঘট পালনে কৃষকদের বার্তা মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি জোটের

কৃষকদের পাশে থাকার বার্তা। আজ মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি জোটের শরিক দল শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের ডাকে ধর্মঘট।

author-image
IE Bangla Web Desk
New Update
Shiv Sena, Congress and NCP call for Maharashtra bandh over UP Lakhimpur Kheri violence

মহারাষ্ট্রের রায়গড়ে ধর্মঘটের ব্যাপক প্রভাব।

লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে আজ মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি জোটের শরিক দল শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের ডাকে ধর্মঘট। সকাল থেকেই মহারাষ্ট্র জুড়ে ধর্মঘটের সমর্থনে ব্যাপক সাড়া। রাজ্যের প্রায় সর্বত্র ধর্মঘটের প্রভাব পড়েছে। রাস্তাঘাট শুনশান। বন্ধ দোকান-বাজার।

Advertisment

লখিমপুর খেরিতে চার কৃষক-সহ মোট আটজনের মৃত্যুর প্রতিবাদে রাজ্যে-রাজ্যে একাধিক দল প্রতিবাদে সরব হয়েছে। লখিমপুরের ঘটনায় কৃষকদের পাশে থাকার বার্তা দিতেই আজ মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি জোটের ডাকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। শিবসেনার তরফে জানানো হয়েছে, এদিন সব দোকান-বাজার বন্ধ রয়েছে। তবে ধর্মঘট সফল করতে ক্ষমতার জোরে জোরাজুরি করা হবে না বলেও জানিয়েছেন শিবসেনা নেতারা। কৃষকদের পাশে থাকার বার্তা দিতে এদিন মহারাষ্ট্রের অধিকাংশ শাক-সবজির বাজারগুলি বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে অন্য দোকানও।

সোমবার সকাল থেকেই মহারাষ্ট্রের বিভিন্ন শহরে ধর্মঘটের ব্যাপক সাড়া মিলেছে। শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের ডাকে এই ধর্মঘটকে সফল করার আবেদন করা হয়েছে। এদিকে, লখিমপুর খেরির ঘটনায় এদিন অভিনব বিক্ষোভের পথে কংগ্রেস। মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে ও কংগ্রেসের নেতা-কর্মীরা সোমবার রাজভবনের বাইরে অবস্থান বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। শিবসেনার তরফে ধর্মঘট সফল করতে উদ্যোগ জারি রয়েছে। কৃষকদের পাশে থাকার বার্তা দিতে সোমবারের ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কিষাণ সভাও।

আরও পড়ুন- ‘বিদ্যুৎ সংকট দেখেও চোখ বন্ধ রেখেছে কেন্দ্র’, তোপ সিশোদিয়ার

সোমবার ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে পুণে, নাসিক, ঔরঙ্গাবাদ, কোলহাপুর-সহ একাধিক এলাকায়। কোলহাপুরে এদিন সকালে ধর্মঘটের সমর্থনে রাস্তায় নামতে দেখা গিয়েছে শিবসেনা কর্মী-সমর্থকদের। দক্ষিণ মুম্বইয়ে ধর্মঘটের সমর্থনে জমায়েত করে এনসিপি। কংগ্রেসের নেতা-কর্মীরাও দিন ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমেছেন।

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Maharashtra Strike Lakhimpur Violence
Advertisment