Advertisment

Shivaji Maharaj Narayan Rane: শিবাজি কি লুঠেরা না দেশপ্রেমী? মহারাষ্ট্র বিজেপিতে তুমুল আদি-নব্য দ্বন্দ্ব!

Narayan Rane: রানে অন্য দল থেকে বিজেপিতে এসেছেন। তাঁর সঙ্গে বরাবর গেরুয়া শিবিরে থাকা দেবেন্দ্র ফড়নবিশদের চিন্তায় সংঘাত লাগতে বাধ্য। সংঘ নেতৃত্বাধীন গেরুয়া শিবির বরাবর শিবাজিকে একজন দেশপ্রেমী নেতা হিসেবে দেশজুড়ে তুলে ধরতে চায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Chhatrapati Shivaji Maharaj, Rajkot Fort Maharashtra, ছত্রপতি শিবাজি মহারাজ, মহারাষ্ট্রের রাজকোট দূর্গ,

Chhatrapati Shivaji Maharaj-Rajkot Fort Maharashtra: গত ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজকোট দূর্গে ছত্রপতি শিবাজি মহারাজের এই মূর্তির উদ্বোধন করেছিলেন। ২৬ অগাস্ট মূর্তিটি ভেঙে পড়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। (ছবি- টুইটার)

Shivaji Maharaj had looted Surat: প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে সোমবার বলেছেন মারাঠা রাজা ছত্রপতি শিবাজি মহারাজ সত্যিই সুরাট লুট করেছিলেন। রবিবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ শিবাজির বিরুদ্ধে মিথ্যা প্রচারের জন্য কংগ্রেসকে আক্রমণ করেছিলেন। তার একদিন পরে রানে এই বিবৃতি দিলেন।। ফড়নবিশ বলেছিলেন, 'ছত্রপতি শিবাজি মহারাজ কখনও সুরাট লুট করেননি।' তার প্রেক্ষিতে রানে বলেছেন, ‘আমি ইতিহাসবিদ নই। তবে যা পড়েছি, ইতিহাসবিদ বাবাসাহেব পুরন্দরের থেকে জেনেছি যে শিবাজি মহারাজ সুরাট লুট করেছিলেন।'

Advertisment

নারায়ন রানে যা বললেন

মুম্বইয়ে বিজেপির সদর দফতরে গণমাধ্যমকে সম্বোধন করে রানে বলেন, 'বিরোধীরা নির্বাচনের কথা মাথায় রেখে শিবাজি মূর্তি ধস নিয়ে রাজনীতি করছে, যা দুর্ভাগ্যজনক। শরদ পাওয়ারের মর্যাদার একজন প্রবীণ নেতার উচিত ছিল, বাইরে এসে শান্তির জন্য আবেদন করা। কিন্তু, তিনি সেটা করেননি। যা থেকে এটা স্পষ্ট যে বিরোধীরা এই ঘটনাকে ব্যবহার করে আইন-শৃঙ্খলাজনিত পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।' নারায়ণ রানের একথা বলার কারণ, সিন্ধুদুর্গ জেলার মালবনে ছত্রপতি শিবাজির মূর্তি ভেঙে পড়ার পর, শাসক ও বিরোধীপক্ষ একে অপরের বিরুদ্ধে শিবাজিকে নিয়ে তথ্য বিকৃত করার অভিযোগ এনেছে।

ফড়নবিশ যা বলেছিলেন

এই দ্বন্দ্বে বিজেপির পক্ষ নিয়ে দেবেন্দ্র ফড়নবিশ বলেছিলেন, 'প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাঁর ডিসকভারি অফ ইন্ডিয়া বইতে শিবাজি মহারাজকে ভুলভাবে তুলে ধরেছিলেন। সেখানে দেখানো হয়েছে, শিবাজি মহারাজ এমন এক যোদ্ধা রাজা যিনি সুরাট লুণ্ঠন করেছিলেন। যাইহোক, এগুলো মিথ্যা কথা। আসলে স্বাধীনতা-পরবর্তী কংগ্রেস ইচ্ছাকৃতভাবে শিবাজির সুরাট লুট করার গল্প শিখিয়েছে। সঠিকটা হল, শিবাজি স্বরাজ্য-এর জন্য দুর্বৃত্তদের থেকে রাজকোষ লুণ্ঠন করেছিলেন। অর্থাৎ, হিন্দুজাতির বৃহত্তর কল্যাণের জন্য ওই দুর্বৃত্তদের আক্রমণ করেছিলেন।'

আরও পড়ুন- বিজেপিশাসিত হরিয়ানায় ভয়ংকর বেকারত্ব! সাফাইকর্মী পদে ৪৬ হাজার স্নাতক, স্নাতকোত্তর প্রার্থীর আবেদন

ইতিহাস যা বলছে

ইতিহাসের বইয়ে উল্লেখ করা হয়েছে যে শিবাজি ১৬৬৪ এবং ১৬৭০ সালে দু'বার সুরাট আক্রমণ ও লুট করেছিলেন। সেই সময় সুরাট অর্থনৈতিকভাবে সমৃদ্ধ শহর ছিল। আর, মুঘলদের একটি প্রধান বন্দর ছিল। 

Narayan Rane Devendra Fadnavis Chhatrapati Shivaji Maharaj BJP Leader Maharashtra
Advertisment