কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে প্রথমবার বৈঠকে বসেই মোদী সরকারকে বিঁধলেন সোনিয়া গান্ধী। উনিশের নির্বাচনের রায়কে বিপজ্জনকভাবে অপব্যবহার করছে বিজেপি, দলের বৈঠকে এ ভাষাতেই মোদীবাহিনীকে আক্রমণ করলেন সোনিয়া। নয়া দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এদিন বৈঠকে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সোনিয়া। পাশাপাশি মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলনের রূপরেখা কী হবে, তাও এদিন বাতলে দেন ইউপিএ চেয়ারপার্সন।
সূত্রের খবর, এদিনের বৈঠকে সোনিয়া গান্ধী বলেন, মোদী সরকারের আমলে গণতন্ত্র বিপন্ন। জনতার রায়কে ‘বিপজ্জনকভাবে অপব্যবহার’ করছে সরকার। একইসঙ্গে কংগ্রেস সভাপতি বলেন, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই পটেল, বি আর আম্বেদকরের মতো স্বাধীনতা সংগ্রামীদের বার্তাকে ঘৃণ্য উদ্দেশ্যে চরিতার্থ করতে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কংগ্রেসের রণকৌশল কী হবে, সে বার্তাও এদিনের বৈঠকে সোনিয়া দেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: আরেকটা ভারত ভাগ করতে দেব না, বাংলা আসাম নয়: মমতা
এদিনের বৈঠকে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিভিন্ন রাজ্যের কংগ্রেসের সাধারণ সম্পাদকরা। তবে এদিনের বৈঠকে যোগ দেননি সোনিয়া-পুত্র তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৈঠকে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী, গুলাম নবি আজাদ, আহমেদ পটেল, কে সি বেণুগোপাল, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী। বৈঠকে ছিলেন না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ ও ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
Read the full story in English