নাগরিকত্ব সংশোধনী আইন এবং নাগরিকপঞ্জির বিরুদ্ধে সোমবার রাজঘাটে মহাত্মা গান্ধী মেমোরিয়ালে ধর্নায় বসলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতারা। ধর্নায় উপস্থিত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা, কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ, আহমেদ প্যাটেল, আনন্দ শর্মা-সহ প্রমুখেরা। ধর্নামঞ্চ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সংবিধানের মুখবন্ধটি উল্লেখ করে বলেন যে কংগ্রেস মহাত্মা গান্ধীর অহিংস পথের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করবে এবং সংবিধানকে রক্ষা করার লড়াই চালিয়ে যাবে।
Delhi: Congress leaders Rahul Gandhi and Manmohan Singh arrive at Raj Ghat where the party is protesting against #CitizenshipAmendmentAct. pic.twitter.com/zpZFdCbMSn
— ANI (@ANI) December 23, 2019
প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের মধ্যে সংবিধান রক্ষা এবং জনগণের অধিকার রক্ষার দাবিতে সোমবার বিকেলে রাজঘাটে 'সত্যগ্রহ' করার সিদ্ধান্ত নেয় সোনিয়া গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস। প্রাক্তন রাষ্ট্রপতি রাহুল গান্ধী এবং এর সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা-সহ দলের শীর্ষস্থানীয় নেতারা সন্ধ্যা অবধি 'সত্যাগ্রহ'-এ অংশ নেন।
Dear Students & Youth of ????????,
It’s not good enough just to feel ????????. At times like these it’s critical to show that you’re ???????? & won’t allow ???????? to be destroyed by hatred.
Join me today at 3 PM at Raj Ghat, to protest against the hate & violence unleashed on India by Modi-Shah.
— Rahul Gandhi (@RahulGandhi) December 23, 2019
সোমবার দিনের শুরুতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে দেশের যুবকদের রাজঘাটে তাঁর সঙ্গে এই যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "দেশের যুবসমাজ এবং শিক্ষার্থীদের জানাচ্ছি, এটা সঠিক সময় নিজেকে ভারতীয় ভাবার জন্য। এটা সেই সময় যখন কোনও বিদ্বেষের দ্বারা ভারতকে ভাগ হতে দেওয়া যাবে না। মোদী-শাহ যে হিংসা ও ঘৃণার রাজনীতি করেছে তার বিরুদ্ধে একত্রিত হতে আজ ৩টের সময় রাজঘাটে আমার সঙ্গে যোগদান করুন।"
ये देश एक साझा रिश्ता है, साझा ख़्वाब है। इस मिट्टी को हमने मेहनतों के रंग से सींचा है। संविधान हमारी शक्ति है।
देश को फूट डालो और राज करो की राजनीति से बचाना है। आइए आज दोपहर 3 बजे से बापू की समाधि राजघाट पर मेरे साथ संविधान पाठ का हिस्सा बनिए।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 23, 2019
আজ রাজঘাটে থাকবেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদরাও। 'এই লড়াই নিজেদের বাঁচতে চাওয়ার লড়াই' এই স্লোগান তুলেই রাজীব কন্যা টুইট করে বলেন, "আমাদের দেশকে এই শাসনের রাজনীতি থেকে বাঁচাতে হবে। আসুন আমরা রাজঘাটে বাপুর স্মৃতিসৌধে বেলা তিনটায় যোগদান করি।" প্রসঙ্গত, সিএএ-এনআরসি ইস্যুতে কংগ্রেসকে বেঁধেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনে কেন রাস্তায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে দেখা যাচ্ছে না, সে নিয়ে সোচ্চারও হন কিশোর।
শনিবার টুইট করে তৃণমূলের ভোটকুশলী লিখেছেন, ‘‘সিএএ ও এনআরসির বিরুদ্ধে নাগরিকদের লড়াইয়ে কংগ্রেসকে দেখা যাচ্ছে না। এই আন্দোলনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অনুপস্থিত’’। সোনিয়া গান্ধীর ভিডিও বার্তার প্রসঙ্গ টেনে পিকে লিখেছেন, ‘‘যেসব মুখ্যমন্ত্রীরা বলছেন তাঁদের রাজ্যে এনআরসি লাগু করতে দেবেন না, তাঁদের সঙ্গে সমস্ত কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের একত্রিত করতে পারে কংগ্রেস, তা না করলে এই বক্তব্য (সোনিয়া গন্ধীর ভিডিও বার্তা) ভিত্তিহীন’’।
Read the full story in English