Advertisment

সিওলে গণ্ডগোল: ৩ বনাম ৩০০, দাবি বিজেপি নেত্রী শাজিয়া ইলমির

শাজিয়া ইলমি কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে এগিয়ে যান। তাতে বিক্ষোভকারীরা স্লোগান তো থামানই নি, বরং তাঁদের গলা চড়তে থাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP, Article 370

বিজেপি নেত্রী শাজিয়া ইলমি (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভকারীদের মুখোমুখি হলেন বিজেপি নেত্রী শাজিয়া ইলমি। শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে এ ঘটনা ঘটেছে। ৩৭০ ধারা অবলুপ্তির বিরুদ্ধে কিছু বিক্ষোভকারী পাকিস্তানের পতাকা নিয়ে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন।

Advertisment

আরও পড়ুন, জেএনইউ এবার মোদীর নামে?

দুই ভারতীয়কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন শাজিয়া ইলমি। সংবাদসংস্থা এএনআই প্রকাশিত এক ভিডিওয় দেখা যাচ্ছে কিছু লোকজন ভারত এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে স্লোগান দিচ্ছিল। তাদের মুখে আজাদির স্লোগানও ছিল।


শাজিয়া ইলমি কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে  গিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে এগিয়ে যান। তাতে বিক্ষোভকারীরা স্লোগান তো থামানই নি, বরং তাঁদের গলা চড়তে থাকে। এর পর শাজিয়া ইলমি নিজেই ইনকিলাব জিন্দাবাদ, ভারত জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ মাঝে এসে পড়ে এবং ভারতীয়দের সেখান থেকে সরিয়ে নিয়ে যায় বলে জানিয়েছে এএনআই।


পরে টুইটারে শাজিয়া ইলমি লেখেন "সিওলে যা হয়েছে তা ৩ বনাম ৩০০। তিনি লিখেছেন আমাদের মনে হয়েছিল ওদের বলা উচিত আমাদের দেশ ও প্রধানমন্ত্রীকে অসম্মান না করতে। তোমাদের ৩৭০ ধারার অবলুপ্তি নিয়ে সমস্যা হচ্ছে, যা সম্পূর্ণ ভারতের আভ্যন্তরীণ বিষয় এবং এর সঙ্গে তোমাদের কোনও যোগ নেই।"

আরও পড়ুন, ভিন্ন মতকে আক্রমণ করাই স্বাধীনতার অর্থ হয়ে দাঁড়িয়েছে: বিচারপতি চন্দ্রচূড়

বিক্ষোভকারীদের মুখোমুখি হওয়া নিয়ে শাজিয়া ইলমি লিখেছেন, "আমরা যে যেখানে আছি তাদেরই প্রতিবাদ করা উচিত। আমি জানি কিছু দেশে কথা বলা সহজ নয়। একদন ভারতীয় হিসেব নিজের রাগের কথাটাও শান্তভাবে জানিয়ে দেওয়া উচিত। যদি কোনও সময়ে কেউ তোমার দেশ, তোমার প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বলে, তাহলে প্রতিবাদ করা উচিত এবং শান্তিপূর্ণ প্রতিবাদ জানালে পরে কী হবে সে নিয়ে ভাবারও প্রয়োজন নেই।"

Read the Full Story in English

bjp PM Narendra Modi jammu and kashmir Article 370
Advertisment