Advertisment

রাজ্যে এসে মতুয়া-আদিবাসীদের বাড়িতেই মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ

শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একুশের মহারণের রণনীতি তৈরির লক্ষ্যে আজ, বুধবার রাতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। বিধানসভা নির্বাচনের আর মাস ছয়েক বাকি। তার মধ্যেই ভোটের দামামা বাজিয়ে দিয়েছে বঙ্গ বিজেপি।

Advertisment

ক্ষমতা দখলে মরিয়া গেরুয়া শিবির রাজ্যে আদিবাসী-তফসিলি-মতুয়া ভোটব্যাঙ্ককে টার্গেট করেছে। সেই লক্ষ্যেই অমিত শাহ রাজ্যে এসে আগামীকাল বাঁকুড়ায় সাংগঠনিক বৈঠক করবেন নেতৃত্বের সঙ্গে। সেখানে বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আদিবাসী গ্রাম চতুর্দহীতে আদিবাসী পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন এবার পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে যাবেন অমিত শাহ

বাঁকুড়ায় ৩৫.৮ শতাংশ তফসিলি জাতি-উপজাতি ভোট রয়েছে ১২টি বিধানসভা কেন্দ্রে। সেই ভোটব্যাঙ্ককে টার্গেট করেছে গেরুয়া শিবির। শুক্রবার, ৬ নভেম্বর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবেন অমিত শাহ। তারপর সল্টলেকে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে একুশের রণকৌশল নিয়ে বৈঠক করবেন শাহ। এ রাজ্যের পর্যবেক্ষক কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, সল্টলেকের ইজেডসিসিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। শুক্রবারই বিভিন্ন সম্প্রদায়ের ২০০ জন প্রতিনিধির সঙ্গে দেখা করবেন শাহ।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গৌরাঙ্গনগরে কর্মসূচি রয়েছে শাহের। সেখানে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর কলকাতায় এসে ৪৫ মিনিটের একটি সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে তাঁর। দলীয় সূত্রে খবর, পদ্মভূষণ প্রাপ্ত পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে গিয়ে সাক্ষাৎ করতে পারেন অমিত শাহ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp amit shah
Advertisment